TRENDING:

Coochbehar News: বনকর্মীদের নজরদারির মধ্যেই উধাও ৩০০ গাছ! কোচবিহারের 'ফুসফুস' শাল বাগানের বেহাল দশা

Last Updated:

শাল বাগান থেকে এত বিপুল পরিমাণে গাছ কেটে নেওয়ার কারণে রীতিমত ক্ষুব্ধ পরিবেশপ্রেমী সংগঠনগুলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বিখ্যাত শাল বাগান থেকে একের পর এক গাছ কেটে নেওয়ায় ক্ষুব্ধ কোচবিহারের মানুষ। নামে শাল বাগান হলেও এখানে অন্যান্য আর‌ও অনেক গাছ আছে। সেখান থেকেই প্রায় ৩০০ গাছ কেটে নেওয়ার বিষয়টি সম্প্রতি নজরে এসেছে। বন কর্মীদের পাহারা সত্বেও কীভাবে এত বিপুল সংখ্যক গাছ কেটে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
advertisement

দীর্ঘ সময় ধরে কোচবিহার শহরের ফুসফুস রূপে চিহ্নিত এই শাল বাগান। শহরের মধ্যে এমন একটি শান্ত এবং নিরিবিলি জায়গা সকলেরই পছন্দের। এখানে আজও পাখির ডাক শুনতে পাওয়া যায়। এছাড়াও দিনের বেলাতেও এখানে শিয়াল ঘুরে বেড়াতে দেখা যায়। বছর পাঁচেক আগে এই শালবাগানকে আরও ঘন করতে এখানে বেশ কিছু চারা গাছ লাগানো হয়েছিল। ইতিমধ্যেই সেই গাছগুলি অনেকটাই বড় হয়ে ওঠে। কিন্তু সেই আনন্দ ৩০০ গাছ কাটার সংবাদে অনেকটাই ফিকে হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: এলাকা দখলকে কেন্দ্র করে বিধায়কের অনুগামীর সঙ্গে ব্লক সভাপতির ঘনিষ্ঠে সংঘর্ষ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুরুতর আহত ৩

শাল বাগান থেকে এত বিপুল পরিমাণে গাছ কেটে নেওয়ার কারণে রীতিমত ক্ষুব্ধ পরিবেশপ্রেমী সংগঠনগুলো। কোচবিহারের পরিবেশকর্মী অর্ধেন্দু বণিক বলেন, দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে এই শাল বাগানে বেশ অনেকগুলি গাছ লাগানো হয়েছিল। এই গাছ গুলির সুরক্ষা দেওয়ার জন্য নিয়মিত বন দফতরের কর্মীরা পাহারা দিতেন এখানে। তবে হঠাৎ করেই বনকর্মীরা লক্ষ্য করেন তিনশোর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। তবে এত বিপুল পরিমাণে গাছ কীভাবে কেটে নেওয়া হল? এবং সেটা কেনো বনকর্মীদের নজরে এল না সেই প্রশ্ন তোলেন অর্ধেন্দুবাবু।

advertisement

আরেক পরিবেশকর্মী রকি সূত্রধর বলেন, বছর পাঁচেক আগে গাছ লাগানোর পর বন দফতরের কর্মীরা বেশ ভালই রক্ষণাবেক্ষণ করছিলেন। হঠাৎই এই গাছ কাটার বিষয়টি নজরে এসেছে। পরিবেশকর্মী এবং এলাকার সচেতন মানুষদের অনুমান, এই গাছ কাটার সঙ্গে বড় পাচার চক্র নয় বরং স্থানীয় বাসিন্দারা জড়িত। জ্বালানির কাঠ করবেন বলে তাঁরা এই গাছগুলি কেটে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে গোটা বিষয়টায় বনকর্মীদের গাফিলতি নিয়ে সরব হয়েছেন অনেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: বনকর্মীদের নজরদারির মধ্যেই উধাও ৩০০ গাছ! কোচবিহারের 'ফুসফুস' শাল বাগানের বেহাল দশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল