Murshidabad News: এলাকা দখলকে কেন্দ্র করে বিধায়কের অনুগামীর সঙ্গে ব্লক সভাপতির ঘনিষ্ঠে সংঘর্ষ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুরুতর আহত ৩
- Published by:kaustav bhowmick
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
সোমবার সন্ধে থেকে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি শুরু হয় মুর্শিদাবাদের ভরতপুরের শালু পঞ্চায়েতের খাড়েরা গ্রামে। রাতভর চলে বোমাবাজি।
মুর্শিদাবাদ: এলাকা দখলকে কেন্দ্র করে ভরতপুরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। হাতাহাতি মুহূর্তের মধ্যে বোমাবাজিতে পরিণত হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনা আরও একবার মুর্শিদাবাদে তৃণমূলের বিভাজনের ছবিটা স্পষ্ট করে দিল বলে কটাক্ষ বিরোধীদের।
সোমবার সন্ধে থেকে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি শুরু হয় মুর্শিদাবাদের ভরতপুরের শালু পঞ্চায়েতের খাড়েরা গ্রামে। রাতভর চলে বোমাবাজি। সোমবার রাতে আতঙ্কে কার্যত গ্রামের একজনও বাসিন্দা ঘুমোতে পারেননি। এই ঘটনায় আহত হয় তিনজন। আহতদের প্রথমে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে থম থম করছে গোটা এলাকা।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, শালু পঞ্চায়েতের প্রধান মোস্তাক আলি বনাম তৃণমূল কিষান ক্ষেতমজুর সংগঠনের ব্লক সভাপতি জুল হোসেনের মধ্যে এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে এই অশান্তি হয়। জানা গিয়েছে পঞ্চায়েত প্রধান ভরতপুর-২ ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুল রহমানের অনুগামী। অপরদিকে জুল হোসেন স্থানীয় বিধায়ক হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ। এই অশান্তির পরই গ্রামে পৌঁছয় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। তারা মঙ্গলবারও গোটা গ্রামে টহল দিচ্ছে। এদিকে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে চাননি ভরতপুর-২ ব্লকের তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান। তাঁর দাবি গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
advertisement
এদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, বোমাবাজি হয়েছে বলে কিছু জানি না। একজনের বাড়ির সামনে পটকা ফেটেছে। দলেরই প্রধানকে আক্রমণ করে বলেন, দলের মদত ছিল তাই প্রধান হয়েছিল। এই ঘটনায় তিন গ্রামবাসীকে আটক করেছে সালার থানার পুলিশ। ধৃতদের নাম- মিঠুন শেখ, আনিজ শেখ ও লিটন শেখ।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 5:37 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: এলাকা দখলকে কেন্দ্র করে বিধায়কের অনুগামীর সঙ্গে ব্লক সভাপতির ঘনিষ্ঠে সংঘর্ষ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুরুতর আহত ৩