আরও পড়ুন: তাপপ্রবাহে জ্বলছে দক্ষিণবঙ্গ! উত্তরে কী অবস্থা? পাহাড়ে কি আদৌ ঠান্ডা পড়ল
চুরি যাওয়া টোটোর মালিক তাপস দাস বলেন, ‘‘মধ্যরাতে বাইরে থেকে দরজার কড়া বন্ধ করে দেয় চোর। তার পরেই টোটো চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়াও টোটোর সঙ্গে টোটো গাড়ির চার্জার-সহ বাইরে থাকা বেশ কিছু আসবাবপত্রও চুরি করে নিয়ে গিয়েছে চোর। দ্রুত খবর পাঠানো হয় মাথাভাঙা থানায়। পুলিশ বাড়িতে এলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।’’ এই টোটোই ছিল তাপস দাসের সংসার চালানোর একমাত্র ভরসা।
advertisement
মাথাভাঙা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাইশগুড়ি এলাকায় আগেও বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাটিরও লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। দ্রুত সবকটি ঘটনার নিষ্পত্তি করা সম্ভব হবে। লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ধরে ফেলা সম্ভব হবে।
কোচবিহার খবর | Latest Cooch Behar News
Sarthak Pandit