এলাকার এক স্থানীয় বাসিন্দা মুকুল রায় জানান,”সারাটা বছর তাঁরা এখন এই জায়গা দিয়েই নদী পারাপার করেন। এতে সময় কম লাগে চলাচল করতে। এছাড়া অনেকটাই সুবিধা হয় যেকোনও কাজের ক্ষেত্রে। তবে নদীর জল বাড়লে নৌকা দিয়ে এই পথে নদী পারাপার করা অনেকটাই ঝুঁকিপূর্ণ। যেকোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।”
আরও পড়ুন:পকেটে ১০টাকা থাকলেই ভরবে মন! অবাক স্বাদের খনি এই চপের দোকানে উপচে পড়ছে ভিড়
advertisement
নদী পারাপারের মাঝি উৎপল দাস জানান,”এখানে নদী পারাপার করতে ঝুঁকি থাকলেও বহু মানুষের এই পথ ভরসা। তাইত এই পথে সারাদিনে প্রায় হাজারের বেশি মানুষ চলাচল করে থাকেন। এখানে নদী পারাপার করতে ১০ টাকা নেওয়া হয়।” দীর্ঘ সময় ধরে বহু মানুষ এখানে স্থায়ী সেতুর দাবি জানালেও আজও সেই সেতু হয়ে ওঠেনি। তাই দিনের পর দিন এভাবেই এখানের ঝুঁকিপূর্ণ যাতায়াত হয়ে আসছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Sarthak Pandit





