যদি দ্রুত তাদের বকেয়া টাকা মেটানো না হয়। তবে সারাদিন ধরেই এই বিক্ষোভ চলতে থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। এবিষয়ে অভিযুক্ত ওই আলুর মহাজনের মা কমলা বর্মন জানান, "এই সম্পূর্ন বিষয়টি আমার জানা নেই। ছেলের সঙ্গে ১৫ দিন ধরে কোন যোগাযোগ নেই। ছেলে কোথায় রয়েছে কবে আসবে কিছুই জানিনা। আর এদের সাথে কি কথা হয়েছে এবং কবে এদের টাকা দেওয়ার কথা রয়েছে কিছুই জানিনা। এবং এদের কাছ থেকে আলু নেওয়ার বিষয়টিও আমার সঠিক জানা নেই।"
advertisement
আরও পড়ুনঃ তোর্সা নদীতে স্নান করতে নেমে চরম পরিণতি দুই কিশোরীর!
তবে এই গোটা বিষয়টি নিয়ে পরিস্থিতি এদিন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা জুড়ে। অবস্থান বিক্ষোভকারীরা তাদের এই অবস্থান বিক্ষোভ অব্যাহত রাখবেন বলে জানা যায়। তবে দীর্ঘ এই এতটা সময় ধরে আলু চাষীদের কাছ থেকে আলু নিয়ে কেনই বা সেই মহাজন টাকা মেটালেন না সেই বিষয়ে সঠিক কেউ কিছুই বলতে পারেননি। এবং অভিযুক্ত সেই আলুর মহাজন বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন।
আরও পড়ুনঃ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে বসানো হল নতুন মেশিন
তবে এই বিষয় নিয়ে পুলিশের কাছে কোন রকম অভিযোগ জমা করা হয়নি। তাই পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। এমনটাই জানানো হয়েছে মাথাভাঙ্গা থানার পক্ষ থেকে। যদি অভিযোগ দায়ের করা হয় তবে গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে এমনটা জানানো হয় থানা থেকে।
Sarthak Pandit