স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “এদিন আয়েশা বিবি তাঁর ছেলে আজাদ মিয়াঁর সঙ্গে স্কুটিতে করে শীতলকুচি বিডিও অফিসে যান মনোনয়ন পত্র জমা দিতে। মনোনয়ন পত্র জমা দিয়ে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। বাউদিয়া বাজার এলাকায় একটি ডাম্পার দ্রুতগতিতে এসে ধাক্কা মারে তাঁর স্কুটিতে। এই দুর্ঘটনায় মা ও ছেলে দু’জনেই রাস্তায় ওপরে ছিটকে পড়ে। তবে ছেলের মাথায় হেলমেট থাকায় সে প্রাণে বেঁচে যায়। তবে আয়েশা বিবির মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনা স্থলে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ। এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া যায়।”
advertisement
আরও পড়ুন: সারাদিন এসি চললেও, হুহু করে কমবে বিদ্যুতের বিল! দারুণ সস্তা! অফার জানুন
আরও পড়ুন:
শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানায়, “সিপিএম মনোনীত প্রার্থী নমিনেশন পত্র জমা দিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলা আয়েশা বিবির। তবে তাঁর ছেলে প্রাণে বেঁচে যান। বর্তমানে তিনি শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শীতলকুচি থানার পুলিশ গিয়ে আয়েশা বিবির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা থানার পুলিশ মর্গে পাঠায়। পথ দুর্ঘটনায় মৃত্যুর মামলার রজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।
Sarthak Pandit