Flipkart AC Offer: সারাদিন এসি চললেও, হুহু করে কমবে বিদ্যুতের বিল! দারুণ সস্তা! অফার জানুন
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Flipkart AC Offer: অর্ধেক দামে পাওয়া যাচ্ছে জনপ্রিয় এই কোম্পানির এসি। এক নজরে দেখে নেওয়া যাক ধামাকা এই অফারের সমস্ত খুঁটিনাটি।
Flipkart AC Offer: ভারতের বিভিন্ন জায়গায় পাল্লা দিয়ে বেড়ে চলেছে তীব্র গরম। ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকটি জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই গরম থেকে বাঁচার একমাত্র উপায় হল এসি। আসলে ভারতে গ্রীষ্ম শেষ হওয়ার পরেও, শীত শুরু না হওয়া পর্যন্ত এসির ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে যাঁরা একটি নতুন এসি কেনার কথা ভাবছেনঁ, তাদের একটি অসাধারণ ডিল সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। কারণ প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে জনপ্রিয় এই কোম্পানির এসি। এক নজরে দেখে নেওয়া যাক ধামাকা এই অফারের সমস্ত খুঁটিনাটি।
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ এসির জনপ্রিয় কোম্পানি Haier-এর মডেলগুলিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে, গ্রাহকরা ৩০,০০০ টাকার কম প্রাথমিক মূল্যে Flipkart থেকে Haier-এর এসি ক্রয় করতে পারেন। এই মডেলগুলিও ৩ স্টার রেটিং-এর। অর্থাৎ Haier-এর এসি বিদ্যুৎ সাশ্রয় করতেও সক্ষম। সুতরাং তীব্র গরম থেকে বাঁচার জন্য গ্রাহকরা কম দামে বাড়ি নিয়ে আসতে পারেন জনপ্রিয় এই কোম্পানির এসি।
advertisement
Haier Frost Self-Clean 1.3 Ton 3 Star Split Inverter AC –
advertisement
এই মডেলটি বর্তমানে Flipkart-এ ৫০ শতাংশ ছাড়ের পরে ৬০,৪৯০ টাকার পরিবর্তে ২৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। গ্রাহকরা HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেনে ১২৫০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্টও পেতে পারেন। এই মডেলটি ১.৩ টন ক্ষমতা, ৩ স্টার রেটিং, স্লিপ মোড এবং কপার কনডেন্সার যুক্ত।
advertisement
Haier Frost Self-Clean 1.5 Ton 3 Star Split Inverter AC –
গ্রাহকরা ৪২ শতাংশ ছাড়ের পরে Flipkart থেকে এই মডেলটি ৩৮,৪৯০ টাকায় কিনতে পারবেন। একই সঙ্গে গ্রাহকরা এখানে HDFC ব্যাঙ্কের অফারও পাবে। এই মডেলটি ১.৫ টন ক্ষমতা, ৩ স্টার রেটিং, স্লিপ মোড, কপার কনডেন্সার এবং ওয়াই-ফাই সংযোগ যুক্ত।
advertisement
Haier Heavy Duty 2 Ton 3 Star Split Inverter AC –
গ্রাহকরা এখন ৪০ শতাংশ ছাড়ের পরে ৮৮,৯৯০ টাকার পরিবর্তে ফ্লিপকার্ট থেকে ৫২,৯৯০ টাকায় এই এসি কিনতে পারবেন। গ্রাহকরা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেনে ফ্ল্যাট ৩০০০ টাকার ছাড় পাবেন। এই মডেলটি ২ টন ক্ষমতা, ৩ স্টার রেটিং এবং ট্রিপল ইনভার্টার প্লাস প্রযুক্তি যুক্ত।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 13, 2023 3:41 PM IST








