শীতলকুচি ব্লক প্রশাসনও এই আইটিআই কলেজ নির্মাণের কাজ থমকে যাওয়া নিয়ে কোনও কিছু জানে না। এই বিষয়ে এলাকার প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন বলেন, "আন্দোলন করে আইটিআই কলেজের টাকা বরাদ্দ করিয়েছিলাম। তবে কাজ শুরুর আগে ঠিক কীভাবে টেন্ডার করা হয়েছে তা জানি না।" প্রাক্তন বিধায়কের মতে, টেন্ডার প্রক্রিয়ায় কোনও সমস্যা থাকাতেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এই কলেজের জন্য বরাদ্দ টাকা ফেরত গিয়েছে।
advertisement
আরও পড়ুন: থানার জন্মদিন উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির, ফুটবল টুর্নামেন্ট
আইটিআই কলেজ নির্মাণ শুরু হতেই ব্লক প্রশাসনের কাছ থেকে ১৮ বিঘা জমি শিক্ষা দফতরের নামে হস্তান্তর করা হয়। তবে সেই জমিতে বর্তমানে অর্ধ নির্মিত অবস্থায় আইটিআই কলেজ ভবন পড়ে আছে। গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতাশ। তাঁরা ভেবেছিলেন, এই আইটিআই কলেজের হাত ধরে এলাকায় উন্নয়ন হবে। স্থানীয় যুবক-যুবতীরা পড়াশোনার সুযোগ পাবে। তবে সেই কাজ বন্ধ থাকায় রীতিমতো হতাশ হয়ে পড়েছেন তাঁরা। সরকারের কাছে নতুন করে আবার এই কলেজ তৈরির কাজ শুরুর দাবি জানিয়েছেন এলাকার মানুষ। শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সম্পূর্ন বিষয়টি তাঁর জানা নেই। তিনি এই বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন।
সার্থক পণ্ডিত