TRENDING:

Cooch Behar News: টাকা বরাদ্দ হয়েও ফিরে যায়, শীতলকুচির আইটিআই কলেজের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে

Last Updated:

রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছিল, শিক্ষা দফতরের নামে জমিও হস্তান্তর হয়েছিল। শুরুও হয়েছিল কাজ। তবু শীতলকুচির আইটিআই কলেজের স্বপ্ন বাস্তবায়িত হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: শিক্ষা দফতরের নামে জমি হস্তান্তর হয়ে গিয়েছে। তবু বন্ধ আইটিআই কলেজ নির্মাণের কাজ। কোচবিহারের শীতলকুচির ঘটনা। এখানকার ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সর্বেশ্বর জয়দুয়ার গ্রামে একটি আইটিআই কলেজ তৈরির কথা। ২০১৮ সালে এই আইটিআই কলেজ তৈরির কাজ শুরু হয়। কলেজটি নির্মাণের জন্য রাজ্য সরকারের কারিগরি দফতর কয়েক কোটি টাকা বরাদ্দ করেছিল। কলকাতার এক ঠিকাদারি সংস্থা কলেজ তৈরির বরাত পায়। তারা ছোট শালবাড়িতে এসে প্রাথমিক কাজ শুরুও করে। কিন্তু ছ’মাস পর‌ই নির্মাণ বন্ধ হয়ে যায়। এলাকা ছেড়ে চলে যান নির্মাণ সংস্থার কর্মীরা। তবে ঠিক কী কারণে আইটিআই কলেজ তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছিল তা জানে না এলাকাবাসী।
শীতলকুচির আইটিআই কলেজ
শীতলকুচির আইটিআই কলেজ
advertisement

শীতলকুচি ব্লক প্রশাসনও এই আইটিআই কলেজ নির্মাণের কাজ থমকে যাওয়া নিয়ে কোনও কিছু জানে না। এই বিষয়ে এলাকার প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন বলেন, "আন্দোলন করে আইটিআই কলেজের টাকা বরাদ্দ করিয়েছিলাম। তবে কাজ শুরুর আগে ঠিক কীভাবে টেন্ডার করা হয়েছে তা জানি না।" প্রাক্তন বিধায়কের মতে, টেন্ডার প্রক্রিয়ায় কোন‌ও সমস্যা থাকাতেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এই কলেজের জন্য বরাদ্দ টাকা ফেরত গিয়েছে।

advertisement

আরও পড়ুন: থানার জন্মদিন উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির, ফুটবল টুর্নামেন্ট

আইটিআই কলেজ নির্মাণ শুরু হতেই ব্লক প্রশাসনের কাছ থেকে ১৮ বিঘা জমি শিক্ষা দফতরের নামে হস্তান্তর করা হয়। তবে সেই জমিতে বর্তমানে অর্ধ নির্মিত অবস্থায় আইটিআই কলেজ ভবন পড়ে আছে। গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতাশ। তাঁরা ভেবেছিলেন, এই আইটিআই কলেজের হাত ধরে এলাকায় উন্নয়ন হবে। স্থানীয় যুবক-যুবতীরা পড়াশোনার সুযোগ পাবে। তবে সেই কাজ বন্ধ থাকায় রীতিমতো হতাশ হয়ে পড়েছেন তাঁরা। সরকারের কাছে নতুন করে আবার এই কলেজ তৈরির কাজ শুরুর দাবি জানিয়েছেন এলাকার মানুষ। শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সম্পূর্ন বিষয়টি তাঁর জানা নেই। তিনি এই বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: টাকা বরাদ্দ হয়েও ফিরে যায়, শীতলকুচির আইটিআই কলেজের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল