নদীর চোখ রাঙানিতে বিপর্যস্ত তুফানগঞ্জের স্থানীয় বাসিন্দা আশিস বিশ্বাস বলেন, দীর্ঘ সময় ধরে এই এলাকায় কোনও নদী বাঁধ নেই। ফলে নদীর জল বাড়লেই তা লোকালয়ে ঢুকে যায়। এবারেও সেই এক অবস্থার কারণে আবাদি জমি সহ এলাকার মানুষের বসত বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসন বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। গত পাঁচদিন ধরে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হলেও কোনও প্রশাসনিক আধিকারিক এলাকা পরিদর্শনে আসেননি বলেও অভিযোগ। ত্রাণ না পাওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ।
advertisement
আরেক স্থানীয় বাসিন্দা সুবোধ বর্মন বলেন, অন্যান্য সময় তুলনামূলকভাবে শান্ত থাকলেও বর্ষাকালে নদীর জল বেড়ে ভয়ানক রূপ ধারণ করে রায়ডাক ও সংকোশ নদী। তখন চিন্তায় রাতের ঘুম উড়ে যায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। এবারের ছবিটা তার চাইতে আলাদা কিছু নয়। এই পরিস্থিতিতে প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে না দিলে মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
সার্থক পণ্ডিত