তুফানগঞ্জ পৌরসভার চেযার পার্সন কৃষ্ণা ইশোর জানান, "ডেঙ্গি রুখতে আমরা নিয়মিতভাবে কাজ করে চলেছি। নিকাশি নালা পরিষ্কারের সঙ্গে সঙ্গে জঙ্গল পরিষ্কার, ফগ স্প্রে, মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। এছাড়াও তুফানগঞ্জ পুরসভার স্বাস্থ্য কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গি নিয়ে নিয়মিত প্রচার চালাচ্ছেন"। আগামী দিনেও ডেঙ্গি রোধে তুফানগঞ্জ পুরসভা কাজ করে যাবে এমনটাই আশ্বস্ত করেছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ দ্রুত শুরু হবে তুফানগঞ্জের নবনির্মিত বাস টার্মিনাস
তবে তুফানগঞ্জ পৌরসভা এলাকায় একটা সময় যেভাবে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে উঠেছিল তা বর্তমান নিয়ন্ত্রণ রয়েছে। তুফানগঞ্জ পৌরসভা তৎপরতার সাথে কাজ করার জন্য তা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এছাড়াও তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের ভূমিকাও রয়েছে যথেষ্ট। বর্তমানে যে দুজন ডেঙ্গি আক্রান্ত রোগী মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা বাদে বর্তমানে আর কেউ ডেঙ্গি আক্রান্ত নেই তুফানগঞ্জ মহকুমা এলাকায়। আগামী দিনেও যাতে এই পরিস্থিতি বজায় রাখা সম্ভব হয় সেই উদ্যোগে প্রতিনিয়ত কাজ করে চলেছে তুফানগঞ্জ পৌরসভা।
আরও পড়ুনঃ বাড়িতেই লুকিয়ে রেখেছিলেন বেআইনি অস্ত্র! পুলিশি অভিযানে ফাঁস রহস্য
তুফানগঞ্জ পৌর এলাকার এক বাসিন্দা বলরাম সূত্রধর জানান, "তুফানগঞ্জ পৌরসভা প্রতিনিয়ত উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায়। একটা সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে উঠলেও বর্তমানে তা রয়েছে মাত্র দুইজন। তারা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। তুফানগঞ্জ পৌরসভার ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করতে এই ধরনের সক্রিয় ভূমিকায় আমরা সকলে খুশি।"
Sarthak Pandit