TRENDING:

Dolyatra: দোলের এক সপ্তাহ আগেই বাজারে হিট ভেষজ আবির

Last Updated:

খরিদ্দাররাও এক সপ্তাহ আগে থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছেন। অফিস ফেরত অনেকেই সন্তানের জন্য রং, মুখোশ বা পিচকিরি কিনে নিয়ে যাচ্ছেন। সচেতন অভিভাবকরা আবার ভেষজ আবিরের দিকে বেশি ঝুঁকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ঠিক এক সপ্তাহ পর দোল। আগামী মঙ্গলবার নানান রঙে রঙিন হয়ে উঠবে সারা বাংলা। কোচবিহারের দোকানে দোকানে ইতিমধ্যেই দোল উপলক্ষে কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। রকমারি রং, পোশাক, বাচ্চাদের পিচকিরি, ওয়াটার গান, মাথার পরচুলা, মুখোশ, বেলুন ইত্যাদি ঢেলে বিক্রি হচ্ছে। তবে এই বছর সকলের মন কেড়ে নিতে চলেছে ভেষজ আবিরের বিশাল সম্ভার।
advertisement

দোকানদাররা যে শুধু দোলের সামগ্রী দিয়ে দোকান সাজিয়ে বসেছেন তা নয়। খরিদ্দাররাও এক সপ্তাহ আগে থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছেন। অফিস ফেরত অনেকেই সন্তানের জন্য রং, মুখোশ বা পিচকিরি কিনে নিয়ে যাচ্ছেন। সচেতন অভিভাবকরা আবার ভেষজ আবিরের দিকে বেশি ঝুঁকে। সন্তানের ত্বকের দিকে খেয়াল রেখে তাঁরা অন্য রঙ কিনতে রাজি নয়। বদলে শরীরের পক্ষে সহনশীল ভেষজ আবিরেই এই বছর আস্থা রাখতে চলেছেন।

advertisement

আরও পড়ুন: আচমকা লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে হাজির জেলাশাসক

কোচবিহার বাজারের প্রসিদ্ধ রং বিক্রেতা বিশ্বজিৎ বণিক জানান, পরিবেশ বান্ধব উপায়ে তৈরি বিভিন্ন জিনিসের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ অনেকটাই বেশি। আর তাই এই বছর হারবাল আবির ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আবিরের প্যাকেটের উপরেই লেখা থাকছে কোনটি হারবাল আর কোনটি হারবাল নয়। আরেক রং বিক্রেতা ভাস্কর পাল বলেন, এই বছর রকমারি পিচকারির সম্ভার থাকছে বাচ্চাদের জন্য। গত দু'বছরের তুলনায় এবার বিক্রির পরিমাণ অনেকটাই বেশি হবে বলে মনে হচ্ছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের উইকেন্ডে ঘুরে আসুন টাকি,অনবদ্য এই কটেজ,জাস্ট ঘরে বসে রিল্যাক্স করলেই সব ক্লান্তি দূর
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Dolyatra: দোলের এক সপ্তাহ আগেই বাজারে হিট ভেষজ আবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল