TRENDING:

Coochbehar News: বিমান পরিষেবা চালু হতেই কোচবিহারে অ্যাপ্রোচ রোড সংস্কারের সিদ্ধান্ত

Last Updated:

বিমান পরিষেবা চলাচল শুরু হওয়ার পর থেকে কোচবিহারের এই অ্যাপ্রোচ রোডের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: দীর্ঘদিন পর কোচবিহার থেকে আবার শুরু হল বিমান পরিষেবা। শুরুতেই যথেষ্ট সাড়া পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার জন্য কোচবিহার বিমানবন্দরের অ্যাপ্রচর রোড সংস্কারের সিদ্ধান্ত নিল প্রশাসন। দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় অ্যাপ্রোচ রোডটি খারাপ হয়ে গেছে।
advertisement

আরও পড়ুন: বিমানবন্দরে আটকানোর পরই রুজিরাকে ইডির তলব! একদিনে জোড়া ধাক্কার মুখে ‘অভিষেক-জায়া’

কোচবিহার বিমানবন্দরের অ্যাপ্রচ রোড সংস্করণের বিষয়ে পিডব্লিউডি’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু দাশগুপ্ত জানান, বিমান পরিষেবা চলাচল শুরু হওয়ার পর থেকে কোচবিহারের এই অ্যাপ্রোচ রোডের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। এতদিন এই রাস্তাটি খুব একটা চওড়া ছিল না। তাই এই রাস্তাকে চওড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও রাস্তার দু’পাশে সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হবে। এতে কোচবিহার এয়ারপোর্টের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। দ্রুতগতিতে এই রাস্তা সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।

advertisement

এদিকে আবার বিমান পরিষেবা শুরু হওয়ায় অত্যন্ত খুশি কোচবিহারের মানুষ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অমলচন্দ্র রায় বলেন, দীর্ঘ সময় ধরে এই রাস্তাটির অবস্থা খুব একটা ভালো ছিল না। তখন বিমান পরিষেবাও বন্ধ ছিল এই এয়ারপোর্টে। তাই বিষয়টি নিয়ে এতোদিন মাথা ঘামানোর প্রয়োজন হয়নি। কিন্তু বিমান পরিষেবা চালু হওয়ার পর এই রাস্তার গুরুত্ব বেড়েছে। পাশাপাশি সৌন্দর্যায়নের ব্যবস্থা করলে বিমানবন্দরের পরিবেশ আরও মনোগ্রাহী হয়ে উঠবে বলে তিনি দাবি করেন।

advertisement

কোচবিহার খবর (Cooch Behar News)

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: বিমান পরিষেবা চালু হতেই কোচবিহারে অ্যাপ্রোচ রোড সংস্কারের সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল