আরও পড়ুন: বিমানবন্দরে আটকানোর পরই রুজিরাকে ইডির তলব! একদিনে জোড়া ধাক্কার মুখে ‘অভিষেক-জায়া’
কোচবিহার বিমানবন্দরের অ্যাপ্রচ রোড সংস্করণের বিষয়ে পিডব্লিউডি’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু দাশগুপ্ত জানান, বিমান পরিষেবা চলাচল শুরু হওয়ার পর থেকে কোচবিহারের এই অ্যাপ্রোচ রোডের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। এতদিন এই রাস্তাটি খুব একটা চওড়া ছিল না। তাই এই রাস্তাকে চওড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও রাস্তার দু’পাশে সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হবে। এতে কোচবিহার এয়ারপোর্টের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। দ্রুতগতিতে এই রাস্তা সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।
advertisement
এদিকে আবার বিমান পরিষেবা শুরু হওয়ায় অত্যন্ত খুশি কোচবিহারের মানুষ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অমলচন্দ্র রায় বলেন, দীর্ঘ সময় ধরে এই রাস্তাটির অবস্থা খুব একটা ভালো ছিল না। তখন বিমান পরিষেবাও বন্ধ ছিল এই এয়ারপোর্টে। তাই বিষয়টি নিয়ে এতোদিন মাথা ঘামানোর প্রয়োজন হয়নি। কিন্তু বিমান পরিষেবা চালু হওয়ার পর এই রাস্তার গুরুত্ব বেড়েছে। পাশাপাশি সৌন্দর্যায়নের ব্যবস্থা করলে বিমানবন্দরের পরিবেশ আরও মনোগ্রাহী হয়ে উঠবে বলে তিনি দাবি করেন।
কোচবিহার খবর (Cooch Behar News)
সার্থক পণ্ডিত