হঠাৎ এলাকায় বাইসন দেখতে পেয়ে রীতিমত ভয় পেয়ে যান এলাকার মানুষেরা। মুহুর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়রা দূর থেকে বাইসনের গতিবিধি নজরে রাখছিল। তারপর খবর পাঠানো হয় নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ি এবং বন দফতরের কাছে।
আরও পড়ুন: লোকালয়ে বাইসন ! বারবার জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশের কারণ জানলে অবাক হবেন
advertisement
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, সকাল থেকেই গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে দেখা যায় একটি বাইসনকে। বিষয়টি নজরে আসে স্থানীয় মানুষদের। তারপর উৎসাহিত মানুষেরা ভিড় জমাতে শুরু করে এলাকায়। মুহূর্তে বাইসন দেখার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত খবর পাঠান বন দফতরের আধিকারিকদের কাছে এবং নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে এলাকায় মানুষের ভিড় নিয়ন্ত্রণ করে। বাইসনটিকে আটক করার প্রচেষ্টা শুরু করে বন দফতরের কর্মীরা। তবে এই বাইসনটি কিভাবে লোকালয়ে প্রবেশ করল সেই বিষয়ে কিছু জানতে পাওয়া যায়নি।
আরও পড়ুন: উপচে পড়ছে পর্যটকদের ভিড়! বেঙ্গল সাফারি পার্কে দারুণ চমক
বন দফতর ও পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, এলাকার মানুষেরা সকাল থেকে একটি বাইসনকে ঘুরে বেড়াতে দেখেন এলাকায়। বাইসন দেখার খবর পেয়ে এলাকায় পৌঁছান বন দফতরের কর্মীরা ও পুলিশ কর্মীরা। দ্রুত বাইসনটিকে আটক করে পুনরায় জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু করা হয়। সেজন্য বন দফতরের দক্ষ কর্মীদের নিয়ে আসা হয়েছে এলাকায়। পুলিশ গোটা এলাকা নিয়ন্ত্রণে রেখেছে, যাতে কোনও প্রকারের অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। তবে বারংবার লোকালয়ে বন্য জন্তুর প্রবেশের বিষয় নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে বনদপ্তরের আধিকারিকরা।
Sarthak Pandit






