ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের সীমান্ত রক্ষী বাহিনীর অমৃত ক্যাম্পে। বিএসএফ সূত্রে জানতে পারা গিয়েছে, আত্মঘাতী ওই জওয়ানের নাম এনএম স্বয়ামি। তাঁর বাড়ি অন্ধপ্রদেশের রাজ্যে। এদিন ভোরবেলায় নিজের কাছে থাকা সার্ভিস বন্দুক দিয়ে বুকের মাঝে গুলি করে আত্মঘাতী হন তিনি।
আরও পড়ুন – Neha Singh Viral Reels: বাথরুমের শাওয়ারের নিচেই জলসিঞ্চিত শরীরে হিল্লোল, টিপ টিপ বরসা পানির তুফানি ভিডিও
advertisement
দ্রুত সেই ক্যাম্পে থাকা তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মূলত পারিবারিক অশান্তির জেরেই জনৈক ওই জওয়ান এমন ঘটনা ঘটিয়েছেন বলে মনে করছেন তাঁর সহকর্মীরা।
শীতলকুচি থানার থানা সূত্রে জানতে পারা গিয়েছে, এদিন ভোরবেলায় গুলিবিদ্ধ এক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসেন তার সহ কর্মীরা। তিনি শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের সীমান্তরক্ষী বাহিনীর অমৃত ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি। তবে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর সেই আত্মঘাতী জওয়ানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা থানায় পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Sarthak Pandit