Neha Singh Viral Reels: বাথরুমের শাওয়ারের নিচেই জলসিঞ্চিত শরীরে হিল্লোল, টিপ টিপ বরসা পানির তুফানি ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Neha Singh Viral Reels: তাঁর সেই ভিডিও-র পর ফ্যানরা তাঁর যৌবন রসে সিক্ত হয়ে যাচ্ছিলেন। নেহা সিং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাক্টিভ৷ প্রতিদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় হট এবং সেক্সি ভিডিওগুলি ইনস্টাগ্রামে আপলোড করতেই থাকেন৷ সেখানেই এবার এল টিপ টিপ বরসা পানির ভিডিওটি৷
মুম্বই: গানটা পুরনো৷ কিন্তু শরীরি মোচড়ে সেটাকেই নতুন বোতলে পুরনো মদের মতো চরম পারফরম্যান্স দিয়ে রিল বানিয়ে ফেললেন নেহা সিং৷ একে সুন্দরী তারওপর সেক্সি! টোটাল সৌন্দর্য্য ও লাস্যের জবরদস্ত কম্বোর জন্য সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত। তাঁর টিপ টিপ বরসা পানি গানে নাচের রিল সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলেছে৷
নেহা সিং নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন একটি ভিডিও শেয়ার করেছেন যা একেবারে সোশ্যাল মিডিয়ায় হিল্লোল তুলেছে। নেহা সিং ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তাঁকে হট নাচ করতে দেখা যাচ্ছে৷
দিন কয়েক আগেই তিনি নিজের শোওয়ার ঘরে বিছানায় শুয়ে থাকার একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই সময় সেই ভিডিও নেটিজেনদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছিল৷
advertisement
advertisement
advertisement
তাঁর সেই ভিডিও-র পর ফ্যানরা তাঁর যৌবন রসে সিক্ত হয়ে যাচ্ছিলেন। নেহা সিং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাক্টিভ৷ প্রতিদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় হট এবং সেক্সি ভিডিওগুলি ইনস্টাগ্রামে আপলোড করতেই থাকেন৷ সেখানেই এবার এল টিপ টিপ বরসা পানির ভিডিওটি৷
advertisement
রইল সেই ভাইরাল রিল
advertisement
টিপ টিপ বরসা পানি: নেহা সিং ইনস্টাগ্রামে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের সুপারহিট গান টিপ টিপ বরসা পানি-র সঙ্গে নেচেছেন। নেহা সিং-এর স্টাইল দেখে অবাক হয়েছেন মানুষ। একটি বাথরুমে শাওয়ারের নিচেই নিজের লাস্য উজাড় করে দিয়েছেন৷
নেটিজেনরা অনেকেই নেহা সিংকে রবিনা ট্যান্ডনের চেয়ে বেশি হট ডান্স করেছেন এমনও মন্তব্য করেছেন৷ হলুদ শাড়ি পরা স্টাইল লাস্যে ডুবিয়ে নিয়েছেন নিজেকে৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই রিল। ইনস্টাগ্রামে ভাইরাল রিল সোশ্যাল মিডিয়ায় তুফান তুলে উত্তাপ বাড়িয়েছেন হট অভিনেত্রী নেহা সিং।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 4:41 PM IST