বাইকে করে রানিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন দীনবন্ধু রায় নামে ওই পশু চিকিৎসক। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটো তাঁর বাইকে এসে সজোরে ধাক্কা মারে। মুহূর্তে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
আরও পড়ুন: ৩৩ বছরের পুজো এবার বন্ধের মুখে! মন খারাপ এলাকাবাসীর
আরও পড়ুন: পূর্ব বর্ধমানেও ডেঙ্গির থাবা! চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে
advertisement
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, রানিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন দীনবন্ধু রায় নামের ওই পশু চিকিৎসক। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটো তাঁর বাইকের মুখোমুখি এসে সজোরে ধাক্কা মারে। তড়িঘড়ি স্থানীয় মানুষদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে পথের মাঝেই তাঁর মৃত্যু হয়। পথ দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক টোটোটিকে আটক করে, তবে পালিয়ে যায় টোটোর চালক।
Sarthak Pandit