Durga puja 2023: ৩৩ বছরের পুজো এবার বন্ধের মুখে! মন খারাপ এলাকাবাসীর
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
৩৩ বছর ধরে হয়ে আসা পুজো এবার পড়ল প্রশ্নচিহ্নের মুখে! আদৌ পুজো হবে তো এই চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাটি শান্তিপুরে ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর পাড়া মোড়ের মাথায় এলাকার।
শান্তিপুর: ৩৩ বছর ধরে হয়ে আসা পুজো এবার পড়ল প্রশ্নচিহ্নের মুখে! আদৌ পুজো হবে তো এই চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাটি শান্তিপুরে ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর পাড়া মোড়ের মাথায় এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে জমিতে ৩৩ বছর ধরে পুজো করে আসছে ক্লাব কর্তৃপক্ষরা সেই জমিটি সম্প্রতি নিজের বলে দাবি করছেন এক পরিবার। যদিও ওই পরিবারের দাবি ৬০ বছর আগে তিনি এই জমি কিনেছিলেন। তবে তাদের কাগজপত্র দেখানোর কোনও যৌক্তিকতা মনে করছেন না পরিবার, তাঁরা পুলিশ ও প্রশাসনের কাছে নিশ্চয়ই দেখাবেন এমনটাই জানিয়েছেন।
advertisement
advertisement
তবে পুজোয় বিরোধিতা করতে চাননা তারা। তবে ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওই জমিতে প্যান্ডেলের বাঁশ ফেলতে বাধা দিচ্ছে ওই পরিবার, সেই কারণে এ বছর আদৌ পুজো হবে কিনা সেই নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তারা। ইতিমধ্যেই ঠাকুর বানানোর বরাত এবং প্যান্ডেলের বরাত দেওয়া হয়ে গিয়েছে।
advertisement
মাসখানেক আর বাকি পুজোর ইতিমধ্যেই প্যান্ডেল তৈরি কাজ শুরু হয়েছে নানা জায়গায়। তবে জমি বিবাদের জেরে এখানে এখনও শুরু করা যায়নি প্যান্ডেল তৈরির কাজ। জমির মালিক হিসেবে যিনি দাবি করছেন তিনি সঠিক নথিপত্র দলিল ইত্যাদি স্থানীয় বাসিন্দা এবং ক্লাব কর্তৃপক্ষকে এখনও দেখাননি। স্থানীয় বাসিন্দা এবং ক্লাব কর্তৃপক্ষের দাবি প্রমাণ দেখালে ক্লাব জমি থেকে সরিয়ে নেওয়া হবে। তার আগে তারাও তাদের সিদ্ধান্তে অনড় থাকবেন।
advertisement
ইতিমধ্যেই বিষয়টি স্থানীয় প্রশাসন বিডিও এবং জেলা শাসককে লিখিত আকারে তাঁরা জানিয়েছেন। উত্তরের অপেক্ষায় রয়েছেন সকলে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান না করলে এবারের দুর্গাপুজো বন্ধ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 3:06 PM IST