Birbhum news: ব্রাহ্মণী নদীতে ভেঙেছে বাঁধ! বাড়ছে বন্যার আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী

Last Updated:

বাড়ছে ব্রাহ্মনীর জলস্তর, সঙ্গে বাড়ছে বন্যার আশঙ্কা নলহাটি দু নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতে কয়েকটি গ্রামে।

বীরভূম: বাড়ছে ব্রাহ্মনীর জলস্তর, সঙ্গে বাড়ছে বন্যার আশঙ্কা নলহাটি দু নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতে কয়েকটি গ্রামে। শনিবার রাত আটটা নাগাদ নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের বারুনি ঘাটায় বাঁধ ভেঙে জল ঢুকে পড়ে প্রসাদপুর গ্রামে।
জানা গিয়েছে বৈধরা জলাধার থেকে গতকাল অর্থাৎ শনিবার বিকেলে ১৬ হাজার কিউসেক জল ছাড়ার জন্য রাতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমানে ওই নলহাটি দুই নম্বর ব্লকের মোট চারটি গ্রাম জলমগ্ন রয়েছে। গতকাল রাত্রে খবর পাওয়ার পর জেলাশাসক বিধান রায়, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক,রামপুরহাট মহকুমা শাসক ঘটনাস্থল পরিদর্শনের জন্য যান।
advertisement
advertisement
গতকালকের পর ফের আজকে সকাল বেলায় ৬৬৪৮ কিউসেক জল ছাড়া হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে ঝাড়খণ্ডের জলে বীরভূমে নদীর জলস্ফীত হয়েছে,তার জন্যই নলহাটি নদীতে জল বইছে।
একদিকে যখন বন্যার আশঙ্কা রয়েছে তেমনি অন্যদিকে বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকার ফলে বিভিন্ন জমিতে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়েছেন এলাকাবাসীরা।
advertisement
আগামীকালকের মধ্যে যদি জলস্তর না কমে তাহলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে মনে করছেন সকলে। ইতিমধ্যেই সমস্ত এলাকায় মাইকিং করে সচেতন করা হচ্ছে এলাকাবাসীদের। অন্যদিকে, প্রাথমিক স্কুল-সহ বন্যার আশ্রয়স্থল গুলি খুলে দেওয়া হয়েছে সকলের জন্য।
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: ব্রাহ্মণী নদীতে ভেঙেছে বাঁধ! বাড়ছে বন্যার আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement