Cooch Behar News: রাধাষ্টমী তিথিতে শুরু হল কোচবিহারের বড় দেবীর মূর্তি গড়ার কাজ! রীতি মেনে হল পুজো যজ্ঞ
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
রাজ আমলের প্রাচীন রীতি ও প্রথা মেনে রাধা অষ্টমী তিথিতে কোচবিহার বড় দেবীর মন্দিরে স্থাপন করা হল ময়না কাঠের শক্তি দণ্ড। এদিন ময়না কাঠের এই শক্তি দণ্ডকে স্থাপন করাকে কেন্দ্র করে বিশেষ পুজোর আয়োজন করা হয় বড় দেবীর মন্দিরে।
কোচবিহার: রাজ আমলের প্রাচীন রীতি ও প্রথা মেনে রাধা অষ্টমী তিথিতে কোচবিহার বড় দেবীর মন্দিরে স্থাপন করা হল ময়না কাঠের শক্তি দণ্ড। এদিন ময়না কাঠের এই শক্তি দণ্ডকে স্থাপন করাকে কেন্দ্র করে বিশেষ পুজোর আয়োজন করা হয় বড় দেবীর মন্দিরে। এই বিশেষ পুজোর পর ময়না কাঠের শক্তি দণ্ডকে তিন দিন পর ময়না কাঠের শক্তি দণ্ডকে কেন্দ্র করে তৈরি হবে বড় দেবীর মূর্তি।
কোচবিহারের রাজার স্বপ্নাদেশে পাওয়া বড় দেবীর পুজো আজ থেকে প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো। তবে বড় দেবী প্রতিমা অন্যান্য দুর্গা প্রতিমার চাইতে বেশ অনেকটাই আলাদা। এখানে দেবীর বাহন বাঘ, আর দেবীর দুপাশে থাকেন জয়া ও বিজয়া।
advertisement
advertisement
এই পুজোর বিষয়ে রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, “রাধা সপ্তমীর শেষ রাতে এই ময়না কাঠের শক্তি দণ্ডকে কোচবিহার মদনমোহন বাড়ি থেকে বড় দেবীর মন্দিরে নিয়ে আসা হয়। তারপর আজ রাধা অষ্টমীর পূর্ণ তিথিতে এই ময়না কাঠের শক্তি দণ্ডকে বিশেষ ভাবে পুজো করা হয়। এরপর এই ময়না কাঠের শক্তি দণ্ডে তিন দিন পর মৃত্ শিল্পীরা দেবীর মূর্তি গড়ার কাজ শুরু করেন। বছরের পর বছর ধরে রাজ আমলের এই রীতি ও প্রথা মেনেই এভাবেই সমস্ত বিষয় হয়ে আসছে। কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর পুজো অনুষ্ঠিত হচ্ছে দেবী বাড়ির বড় দেবীর মূল মন্দিরে।”
advertisement
এদিনের এই বিশেষ পুজোয় উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক ও রাজ পরিবারের দুয়ার বক্সি। পুজো শেষে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, “আজও সম্পূর্ণ নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে রাজ আমলের সমস্ত রীতি ও প্রথা মানা হয়। কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর পুজোর সমস্ত পদ্ধতি রাজ আমল থেকেই এইভাবেই মানা হয়ে আসছে। বড় দেবীর পুজো করা হয়ে থাকে কোচবিহারের বড় দেবী মূল মন্দিরে। এখানেই দেবীর মূর্তি তৈরি করা হয়।”
advertisement
বড় দেবীর প্রতিমা তৈরির মূল কারিগর প্রভাত চিত্রকর জানান, “বড় দেবীর মূর্তি তৈরিতে চামটা এলাকার বিশেষ মাটি ব্যবহৃত হয়। রাধা অষ্টমীর তিন দিন পর থেকে এই মূর্তি তৈরি কাজ শুরু করা হয়।”
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2023 8:51 PM IST