South 24 Parganas News: গরমে হাঁসফাঁস অবস্থা, ঘুরে আসুন 'পাখা গ্রাম’ থেকে! ছুঁয়ে দেখুন বাংলার ঐতিহ্যকে
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
প্রচন্ড গরমে একটু শীতল পরশ পেতে কার না ভাল লাগে, বিশেষ করে লোডশেডিংয়ের সময়। তাইতো গরমের দিনে একটু স্বস্তি পেতে তাল পাতার পাখার চাহিদা বেড়েছে।
দক্ষিণ ২৪ পরগনা: প্রচন্ড গরমে একটু শীতল পরশ পেতে কার না ভাল লাগে, বিশেষ করে লোডশেডিংয়ের সময়। তাইতো গরমের দিনে একটু স্বস্তি পেতে তাল পাতার পাখার চাহিদা বেড়েছে। তবে এখন হাতপাখা চল সেভাবে নেই। কিন্তু তাও জয়নগরের বুড়োর ঘাট এলাকার হাতপাখা শিল্পীরা, পাখা তৈরি করতেই ব্যস্ত।
তবে শুধু শীতলতা নয়, বাংলার ঐতিহ্য হাতপাখায় সেজে উঠছে ঘরে থেকে রেস্তরাঁয় আবার পুজো প্যান্ডেল। চাহিদা বাড়ায় পাখা তৈরিতে ব্যস্ত নিমপীঠের বুড়োর ঘাট এলাকার শতাধিক নারী-পুরুষ। গ্রামটি ‘পাখা গ্রাম’ নামে পরিচিতি পেয়েছে।
advertisement
advertisement
পাখার কারিগররা বলেছেন, “গ্রীষ্মকালে বিশেষ করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আশ্বিন, কার্তিক ও চৈত্র-সহ কয়েকটি মাসে প্রচন্ড তাপ প্রবাহ এবং ভ্যাপসা গরম পড়ে। এসময় তাল পাতা দিয়ে তৈরি হাত পাখার চাহিদা বহুগুণ বেড়ে যায়। তবে সেসব এখন অতীত আগের মত আর সেভাবে তৈরি করতে পারি না এই পাখা। কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্ডার পাওয়ায় আমরাও নতুনভাবে আবার পাখা তৈরি কাজ শুরু করেছি।”
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2023 5:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গরমে হাঁসফাঁস অবস্থা, ঘুরে আসুন 'পাখা গ্রাম’ থেকে! ছুঁয়ে দেখুন বাংলার ঐতিহ্যকে







