স্থানীয় সূত্রে জানতে জানা গিয়েছে, "বেশ কিছুদিন ধরেই এই এলাকার মানুষদের চোখে পড়ছিল এই পাইথন সাপটি। তবে সাপটিকে আটক করা সম্ভব হয়ে উঠছিল না। তবে এদিন সাপটি আচমকাই সোনারী কাকরিবাড়ি এলাকার হিমঘরের পেছনে দেখতে পাওয়া যায়। তারপরেই দ্রুত খবর পাঠানো হয় সর্প উদ্ধারকারীদের কাছে। তাঁরা গিয়ে সাপটি উদ্ধার করেন। মোট ১২ ফুট লম্বা এই সাপটি কেমন করে লোকালয়ে প্রবেশ করলো তা বুঝতে পারা যায়নি। তবে সাপটির কারনে এলাকায় কোন ক্ষয়ক্ষতির খবর নেই এখনও পর্যন্ত।"
advertisement
আরও পড়ুন: শ্বাসকষ্ট হলে সোজা না হয়ে উপুড় হয়ে শুয়ে থাকুন, অনেকটা আরাম পাবেন!
আরও পড়ুন: মা ব্যস্ত কাজে, বাথরুমে বালতিতে ডুবে মৃত্যু সন্তানের! যা ঘটল, নিজের বাড়িতেও খেয়াল রাখুন
সর্প প্রেমী ও উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, "লোকালয়ের মাঝে এত বড় সাপ আগেও উদ্ধার করা হয়েছে। তবে এই সাপটির বেশ কিছুদিন ধরেই এই এলাকায় অস্থানা গেড়ে ছিল। মূলত এই এলাকায় একটি বড় জলাশয় রয়েছে। সেখানেই সাপটি থাকত। এলাকার বেশ কিছু মানুষ সাপটি দেখেছেন অনেকবার। তবে এদিন সাপটিকে ধরা সম্ভব হয়েছে। সাপটিকে বন দফতরের হতে তুলে দেওয়া হবে।" বন দফতর সূত্রে জানতে পারা গিয়েছে, "সাপটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানোর পর সাপটিকে লোকালয়ের থেকে দূরে ফাঁকা কোন জঙ্গল এলাকার ছেড়ে দেওয়া হবে।"
সার্থক পণ্ডিত