কোচবিহার ডাঙর আই মন্দিরের গুগোল ম্যাপ লিঙ্ক:
আরও পড়ুনঃ ৪৫০ বছরের গৌরবের ইতিহাস, জেলার প্রাচীন পুজোর মধ্যে অন্যতম 'বড় বাড়ির পুজো'
পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করেই বর্তমানের প্রতিমা শিল্পী সৌমিক পাল। প্রত্যেকটি মূর্তির আকার ও আকৃতি রাজ আমলের মতন করেই হুবুহু তৈরি করা হয়। প্রতিমা শিল্পী সৌমিক পাল বলেন, "আমার দাদুকে কোচবিহারের তৎকালীন মহারাজা নবদ্বীপ থেকে কোচবিহারে নিয়ে এসেছিলেন মূর্তি গড়ার জন্য। তারপর থেকে বংশ-পরম্পরায় আমরা এই মূর্তি গড়ার কাজ করছি। প্রথমে আমার দাদু করতেন, তারপর বড় জেঠু করেছিলেন, তারপর মেজ জেঠু করেছেন। সবার পর আমার বাবা করেছেন। এবং বাবার অবর্তমানে আমি।"
advertisement
তবে এব ছর দুর্গাপুজো অনেকটাই জাঁকজমক পূর্ণ হতে চলেছে বলে মনে করছেন তিনি। তাই দুর্গা প্রতিমার গড়ার চলছে দ্রুত গতিতে। ইতিমধ্যেই মূর্তি করার কাজ প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়ে গিয়েছে। বাকি পড়ে থাকা কাজ পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। কোচবিহার সদর মহকুমা শাসক বলেন, "আমাদের দেবোত্তর ট্রাস্ট বোর্ডের প্রতিমা শিল্পী ইতিমধ্যে মূর্তি গড়ার কাজ দ্রুত গতিতে করছেন। খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন ও হয়ে যাবে। তারা বংশ-পরম্পরায় এই মূর্তি গড়ার কাজ করে আসছেন রাজ আমল থেকে কোচবিহারের বুকে।
Sarthak Pandit