বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ ৯৫২ জনের নাম ও ওএমআর শিট প্রকাশ করে। সেখানে রয়েছে কণিকা বর্মনের নাম। ইন্দিরা গার্লস হাইস্কুল সূত্রে জানা গিয়েছে, "কণিকা বর্মন প্রথম দিকে দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জ হাইস্কুলে চাকরি করতেন। তিন বছর আগে মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাইস্কুলে মিউচ্যুয়াল ট্রান্সফার নিয়ে এসেছেন।"
আরও পড়ুনঃ বাড়ছে করোনা সংক্রমণ, বছর শেষে ফেস্টিভ মুডে তিলোত্তমা, কী হতে পারে পরিস্থিতি
advertisement
স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া বলেন, "আমাদের কাছে এখনও কোনও নির্দেশিকা আসেনি। সংবাদ মাধ্যম সূত্রে জানলাম কণিকা বর্মনের নাম। তবে তিনি দু’দিন ধরে স্কুলে আসছেন না।"
অন্যদিকে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ববিতা সরকার। তাঁরই সহ শিক্ষিকার নাম এ বারে দুর্নীতির খাতায় উঠে এসেছে। ববিতার জানান, "আমার সঙ্গে বেশ ভালভাবেই মিশতেন। আগে আঁচ করতে পারিনি তাঁর নামও এ ভাবে দুর্নীতির চর্চায় উঠে আসবে। তবে সরকারি নিয়মের বাইরে আমরা কেউ কিছুই না।" তবে মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুল পুনরায় দুর্নীতির চর্চার খাতায় উঠে আসার কারণে স্বভাবতই অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ।
Sarthak Pandit