এই কচ্ছপ ভেসে ওঠার খবর পেয়ে পরিবেশ প্রেমী সংস্হার মানুষেরা জলে নেমে কচ্ছপটিকে উদ্ধার করে। এবং বন দফতরের কাছে খবর পাঠানোর পর পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। পরিবেশ প্রেমী সংস্থার এক সদস্য অর্ধেন্দু বণিক জানান, "বেশ কিছু সময় ধরে একের পর এক কচ্ছপ জলের উপরে ভেসে উঠছে। তাদের উদ্ধার করার পর। প্রাথমিক পর্যবেক্ষণ করে জানা যায় তাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এবং চামড়া উঠে যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ খোলা হয়নি কালী পুজোর তোরণ! যানজট সমস্যা মাথাভাঙ্গা হাসপাতালের সামনে
তাই অনুমান করা সম্ভব তারা কোন বিরল রোগে আক্রান্ত। সেই মর্মে উদ্ধার করা কচ্ছপগুলিকে বন দফতরের সহায়তায় চিকিৎসা শুরু করা হয়। তবে দুঃখের বিষয় চিকিৎসা চলাকালীন সময়েই তিনটি কচ্ছপ মারা যায়। তারপর বিষয়টি নিয়ে রীতিমতো নড়েচড়ে বসে জেলা প্রশাসন। এদিন আবার দিঘির জলে ভাসে দেখা যায় একটি কচ্ছপকে। সেই কচ্ছপটিকেও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুমান সেও রোগাক্রান্ত হয়ে রয়েছে।"
আরও পড়ুনঃ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে বসানো হল নতুন মেশিন
কোচবিহার শহরের আশেপাশের জলাশয় গুলিতে এই বিরল প্রজাতির সফট শেল কচ্ছপ গুলি স্বাচ্ছন্দের সাথে বসবাস করে। তবে কোন এক অজানা রোগের কারণে শুধুমাত্র বানেশ্বর মন্দির চত্বরে অবস্থিত শিব দিঘির কচ্ছপগুলি বারংবার জলের উপরে ভেসে উঠছে। যদি এই কচ্ছপগুলোকে স্থানীয় মানুষেরা মোহন বলে ডেকে থাকেন। এই মোহনদের অস্বাভাবিক এই রোগে আক্রান্ত হওয়ায় কারণে রীতিমতো চিন্তায় রয়েছে বন দফতরের আধিকারিকদের পাশাপাশি কোচবিহার জেলা প্রশাসন।
Sarthak Pandit