উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা অমিনুর ইসলাম তার ৬০ বিঘা জমির মধ্যে কয়েক বিঘা জমিতে এই প্রজাতির খেজুর গাছের গাছের চাষ করেছেন। ইতিমধ্যে খেজুর গাছে ছোট ছোট খেজুর ধরেছে। উদ্যানে আসা অনেকেই তা দেখতে ভিড় করছেন। একই সঙ্গে তিনি যেমন এই গাছের বীজ থেকে চারা তৈরি করছেন তেমনি ভাবে তিনি নতুন চারা তৈরি করে বিক্রিও করছেন।
advertisement
আরও পড়ুন: চায়ের দোকান খুলে আয় হবে চাকরির থেকে বেশি? কী স্ট্র্যাটেজি মেনে চলতে হবে? জেনে রাখুন
কয়েক বছর আগে রাজস্থানের এক ব্যক্তির থেকে আরবের মরিয়ম খেজুরের বীজ সংগ্রহ করেছিলেন তিনি। সেগুলি থেকে চারা তৈরি করেছেন। এখন খেজুর চাষে মন দিয়েছেন তিনি। একে একে প্রায় চল্লিশটি খেজুর গাছ তৈরি করেছেন আমিনুল ইসলাম। তাঁর আশা ২ বছরের মধ্যে সব গাছে খেজুর হবে। ভাল দামও মিলবে।
আরবের এই সব জাতের খেজুরের বাজারদর বেশ ভালো। খেজুর বিক্রির পাশাপাশি গাছের চারা বিক্রির ব্যবসাও শুরু করেছেন তিনি। চারা গাছ এবং খেজুর বিক্রি করে সুদিন ফিরবে বলে আশা করেন তিনি।
আরও পড়ুন: দরকারে কি PF থেকে টাকা তোলা যাবে ? জেনে নিন সঠিক নিয়ম
পরীক্ষামূলকভাবে আরবের খেজুর চাষে ফলন পাওয়ায় এবার বাণিজ্যিকভাবে আরও বড় পরিসরে শুরু করবেন বলে জানান উদ্যোক্তা। সব মিলিয়ে আরবের খেজুরের ফলন বসিরহাটের মাটিতে হওয়ায় এবার অনেক চাষি এই চাষে আগ্রহী হচ্ছেন তা এক প্রকার বলাই বাহুল্য।
জুলফিকার মোল্যা