Irani Rial news: অস্থিরতার মধ্যেই ঐতিহাসিক পতন ইরানি মুদ্রার, এক রিয়াল বিনিময়ে শূন্য ডলারে ঠেকল হিসাব!
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Irani Rial news: গত কয়েক দিন ধরে ইরানের সর্বোচ্চ শাসক খামেনেইয়ের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইরান। এর মধ্যেই তলানিতে ঠেকল ইরানের মুদ্রা রিয়ালের দাম।
advertisement
1/5

গত কয়েক দিন ধরে ইরানের সর্বোচ্চ শাসক খামেনেইয়ের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইরান।
advertisement
2/5
বিক্ষোভকারীদের দমনের জেরে সরকারি মতে মাত্র ৬৪৬ জনের মৃত্যু দেখানো হলেও কিছু কিছু মতে বাস্তবে সংখ্যা আরও বেশি।
advertisement
3/5
ইরানের এই বিক্ষোভের মধ্যেই তলানিতে ঠেকেছে ইরানের অর্থনীতি, ক্রমশ কমছে সেই দেশের মুদ্রার দাম। মঙ্গলবার ১ মার্কিন ডলারের দাম ইরানি মুদ্রায় দাঁড়ায় ৪২ হাজার রিয়াল।
advertisement
4/5
অন্য দিকে, ১ ইরানি রিয়ালের বিনিময়ে ডলারের দাম দাঁড়ায় শূন্য়। অর্থাৎ ১০০০ ইরানি রিয়ালের বিনিময়ে পাওয়া যাবে ০.০২ মার্কিন ডলার।
advertisement
5/5
ইরানি রিয়ালি বর্তমানে বিশ্বের সবচেয়ে সস্তা মুদ্রা। ভারতীয় মুদ্রায় ১ ভারতীয় টাকা মানে ইরানের মুদ্রায় প্রায় ৪৬৬ ইরানি রিয়াল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Irani Rial news: অস্থিরতার মধ্যেই ঐতিহাসিক পতন ইরানি মুদ্রার, এক রিয়াল বিনিময়ে শূন্য ডলারে ঠেকল হিসাব!