PF Withdrawal Rule: দরকারে কি PF থেকে টাকা তোলা যাবে ? জেনে নিন সঠিক নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
PF Withdrawal Rule: এই ইপিএফ অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য হল কর্মচারী অবসর নেওয়ার পরে যাতে একটি মোটা অঙ্কের টাকা পান।
advertisement
advertisement
লোকাল 18 টিম এই বিষয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে কথা বললে, তিনি জানিয়েছেন যে, কর্মচারী যদি এমন কোনও সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করেন, যেখানে কর্মচারীর সংখ্যা ২০-এর বেশি, সেখানে প্রতি মাসে ১২% শতাংশ কর্মচারীর বেতন থেকে EPF হিসাবে কাটা হয় এবং এর সঙ্গে ১২% সেই কর্মচারীর কোম্পানি বা প্রতিষ্ঠান জমা করে।
advertisement
advertisement
কীভাবে EPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায় -চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ময়ঙ্ক আগরওয়াল জানিয়েছেন যে, এই ইপিএফ অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য হল কর্মচারী অবসর নেওয়ার পরে যাতে একটি মোটা অঙ্কের টাকা পান। তবে কর্মচারী অবসর নেওয়ার আগেও এই টাকা তুলতে পারেন। এর কিছু শর্ত রয়েছে, যেমন কর্মচারী যদি এক মাস বা দুই মাস বেকার থাকেন তবে তিনি ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
advertisement
advertisement
advertisement