TRENDING:

Amul Price Hike : আজ থেকে দাম বাড়তে চলেছে দুধ, দই, লস্যির, লাগু হচ্ছে ৫% জিএসটি

Last Updated:

Amul Price Hike : ১৮ এপ্রিল থেকে বেশ কিছু দ্রব্যের উপরে জিএসটি লাগু করার জেরে একাধিক জিনিসের দাম বেড়ে গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার থেকে প্রি-প্যাকড এবং লেবেল করা খাবারের উপরে ৫ শতাংশ হারে জিএসটি ট্যাক্স বসবে। এর জেরে মঙ্গলবার থেকে আমুলের দুধ, দইস ,লস্যির দাম বাড়তে চলেছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্লেভার্ড মিল্ক বোতলের দামও বাড়ানো হয়েছে ৷
advertisement

আরও পড়ুন: গতকাল পেট্রোল, ডিজেলের দাম কমেছে মুম্বইয়ে; আজ কলকাতায় রেট কত জেনে নিন!

১৮ এপ্রিল থেকে বেশ কিছু দ্রব্যের উপরে জিএসটি লাগু করার জেরে একাধিক জিনিসের দাম বেড়ে গিয়েছে ৷ দিল্লি-উত্তরপ্রদেশে ২০০ গ্রাম দই-এর দাম ১৬ টাকা থেকে বেড়ে ১৭ টাকা হয়েছে ৷ ৪০০ গ্রাম দইয়ের দাম ৩০ টাকা থেকে বেড়ে ৩২ টাকা হয়েছে ৷ এছাড়া ১ কিলো দই-এর প্যাকেটের দাম ৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৯ টাকা ৷ আমুলের ফ্লেভার্ড মিল্কের বোতলের দাম এখন ২০ টাকা বদলে ২২ টাকা দিয়ে কিনতে হবে ৷ ২০০ এমএল-এর টেট্রা প্যাকের দাম ১২ টাকার বদলে হয়েছে ১৩ টাকা ৷

advertisement

আরও পড়ুন: হাতে আর মাত্র কয়েকটা দিন! সময়ের মধ্যে আইটিআর দাখিল না-করলে গুনতে হবে জরিমানা

মুম্বইয়ে আরও দাম বেড়েছে আমুলের জিনিসের-

আমুল মুম্বইয়ে ২০০ গ্রাম দই-এর দাম ২১ টাকা করে দিয়েছে ৷ একই ভাবে ৪০০ গ্রামের দই-এ কাপের দাম ৪২ টাকা হয়েছে যা আগে ৪০ টাকা ছিল ৷ ৪০০ গ্রাম দই-এর পাউচ প্যাকেটের দাম এখন ৩২ টাকা হয়েছে যা আগে ৩০ টাকা ছিল ৷ ১ কিলোগ্রামের প্যাকেটের দাম ৬৫ টাকা থেকে বেড়ে ৬৯ টাকা হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: ডলার পিছু টাকার দাম ৮০ টাকা! নিম্নগতি নতুন করে তৈরি করল রেকর্ড

অন্যান্য সংস্থা শীঘ্রই বাড়াতে চলেছে দাম-

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

জিএসটি লাগু হওয়ার পর দাম বাড়ানোর সিদ্ধান্ত সবচেয়ে প্রথমে আমুল নিয়েছে ৷ মনে করা হচ্ছে আগামী দিনে অন্যান্য সংস্থাগুলিও তাদের জিনিসের দাম বৃদ্ধি করতে চলেছে ৷ আমুল ছাড়া আনন্দ, পরাগ, কৈলাস, মাদার ডায়েরি, গোপাল ও মধুসুদনের মোত সংস্থাগুলি দুধ, দই, পনীর, ঘি ইত্যাদির সাপ্লাই করে থাকে ৷ মনে করা হচ্ছে এই সংস্থাগুলির জিনিসের দামও শীঘ্রই বাড়তে চলেছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amul Price Hike : আজ থেকে দাম বাড়তে চলেছে দুধ, দই, লস্যির, লাগু হচ্ছে ৫% জিএসটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল