আরও পড়ুন: মাত্র ২ বছরে ১ লাখ টাকা হয়ে গেল ৫০ লাখ! বিপুল রিটার্ন দিচ্ছে এই পেনি স্টক
ভোগ্যপণ্য সংস্থাগুলির সংগঠন কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনর (সিয়ামা) প্রেসিডেন্ট এরিক ব্র্যাগানজা জানিয়েছেন, জানুয়ারি-মার্চ ২০২২ পর্যন্ত দাম ৫-৭ শতাংশ বাড়তে চলেছে দাম ৷ ফেস্টিভ সিজনের জন্য বিভিন্ন প্রোডাক্টের দাম বৃদ্ধি পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে এখন দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই ৷ প্যানাসনিক আগেই তাদের এসির দাম ৮ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ৷ কাঁচামাল ও পণ্য পরিবহণের দাম বৃদ্ধির একটা অংশ ক্রেতাদের কাঁধে তুলে দিতে চলেছে বেশ কয়েকটি ভোগ্যপণ্য সংস্থা।
advertisement
আরও পড়ুন: মেয়ের উচ্চশিক্ষা-বিয়ে নিয়ে চিন্তায়? মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন যে ভাবে!
কেন বাড়ানো হচ্ছে দাম ?
হায়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়ার প্রেসিডেন্ট সতীশ এন এস জানিয়েছেন, কমোডিটির দাম বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে পণ্য পরিবহণের খরচ, এবং কাঁচামালের দাম বৃদ্ধির জেরে রেফ্রিজেরেটার, ওয়াশিং মেশিন ও এসির-মতো প্রোডাক্টের দাম ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্যানাসনিক ইন্ডিয়ার ডিভিশনাল ডিরেক্টর ফুমিয়াসু ফুজিমোরি জানিয়েছেন, ইতিমধ্যেই এসির দাম বাড়ানো হয়েছে ৮% । এবং আগামী দিনে তা আরও বাড়ানোর চিন্তা ভাবনা চলছে।
আরও পড়ুন: ন্যূনতম বিনিয়োগে ভালো আয় করতে আগ্রহী? শুরু করুন এই ব্যবসাগুলি দিয়ে!
অন্যদিকে এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়ার কর্তা দীপক বনসলের জানিয়েছে, তাঁদের তরফে সমস্ত চেষ্টা করা হচ্ছে যাতে খরচ বৃদ্ধির বোঝা গ্রাহকদের উপরে যতটা সম্ভব কম চাপানো যায় ৷ কিন্তু তা সত্ত্বেও কিছুটা দাম বাড়বে ৷
কাঁচামালের মূল্য বৃদ্ধি
দক্ষিণ কোরিয়ার উপভোক্তা ইলেক্ট্রনিক্স কোম্পানি এলজি হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে দাম বাড়িয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, কাঁচামাল ও লজিস্টিকসের দাম বৃদ্ধি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ।