অব্যবহৃত জমিতে প্রায় ৪০০টি সুপারি গাছ রোপণ করে আজ তিনি বছরে লাখ টাকারও বেশি আয় করছেন। প্রথমদিকে শখের বসেই তিনি সুপারি চাষ শুরু করেছিলেন। কিন্তু কয়েক বছর যেতেই সেই গাছগুলো ফল দিতে শুরু করে, আর এখন সেটাই তাঁর আয়ের অন্যতম প্রধান উৎস।
আরও পড়ুন: কলকাতার কাছেই গ্রাম্য পরিবেশে কাটুক একটা দিন, ছোট্ট ছুটিতে এটি হতেই পারে পারফেক্ট ডেস্টিনেশন
advertisement
বিশেষজ্ঞদের মতে, উন্নত প্রজাতির সুপারি গাছ সাধারণত আড়াই থেকে তিন বছরের মধ্যেই ফল দিতে শুরু করে। অল্প জমিতেই এই চাষ সম্ভব। সামান্য পরিচর্যা, নিয়মিত জলসেচ আর প্রাকৃতিক পরিবেশ থাকলে খুব সহজেই ভাল ফলন পাওয়া যায়। একবার রোপণ করলে বহু বছর পর্যন্ত এই গাছ থেকে ফল সংগ্রহ করা যায়, ফলে এটি একধরনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবেও কাজ করে।
সুপারি গাছ ছায়াযুক্ত স্থানেও ভালভাবে বেড়ে ওঠে। তাই বাড়ির বাগান বা গাছপালায় ভরা জায়গাতেও এটি চাষ করা যায়। এমনকি এই গাছের নিচে অন্যান্য ফসলও একসঙ্গে চাষ করা সম্ভব, যা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। এইভাবে পতিত জমিকে কাজে লাগিয়ে আয় বৃদ্ধির পথ খুলে দিয়েছেন ওই ব্যক্তি। তাঁর অভিজ্ঞতা এখন অনেক গ্রামীণ পরিবারের অনুপ্রেরণা হয়ে উঠেছে। যথাযথ পরিকল্পনা ও পরিশ্রমে সুপারি চাষ সত্যিই হতে পারে লাভজনক একটি উদ্যোগ।