আরও পড়ুন: ডিজিটাল গোল্ড না কি ফিজিক্যাল গোল্ড? ভবিষ্যতের কথা ভেবে ধনতেরসের দিন কোনটা কিনবেন?
রেকর্ড দাম থেকে ৮৩৬৫ টাকা সস্তায় মিলছে সোনা
২০২০ সালে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৫৬২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সোনার সর্বকালীন রেকর্ড দাম ৷ মঙ্গলবার ১০ গ্রাম সোনার দাম (Gold Price On Dhanteras) ৪৭৮৩৫ টাকা ৷ অর্থাৎ রেকর্ড দামের নিরিখে ৮৩৬৫ টাকা সস্তায় মিলছে সোনালি ধাতু ৷
advertisement
আরও পড়ুন: Horoscope: দীপাবলিতে কেমন উপহার দিলে মঙ্গল হবে প্রিয়জনের? জেনে নিন কী বলছে রাশিচক্র!
দেখে নিন সোনা ও রুপোর দাম (Gold Silver Price)
অক্টোবর ডেলিভারির সোনার দাম এদিন ০.১৪ শতাংশ কমে ৪৭,৮৩৫ টাকা প্রতি ১০ গ্রামে হয়েছে ৷ রুপোর দাম ০.২৩ শতাংশ কমে ১ কিলোগ্রামের দাম ৬৪,৬৪১ টাকা হয়েছে ৷
ধনতেরসে হতে পারে বিপুল বিক্রি
অনুমান করা হচ্ছে ধনতেরস উপলক্ষ্যে এদিন দেশজুড়ে ১৫ টন সোনার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ প্রায় ৭ হাজার কোটি টাকার ব্যবসার ৷ CAIT অনুযায়ী, এদিন দিল্লিতে ১০০০ কোটি টাকার ব্যবসা করার সম্ভাবনা রয়েছে রুপোর ৷
আরও পড়ুন: Post Office Scheme: ১৫০০ টাকা প্রতি মাসে জমা করে পেয়ে যাবেন ৩৫ লক্ষ টাকা
মিসড কল দিয়ে জেনে নিন সোনার দাম
বাড়িতে বসে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিয়ে সহজেই জানতে পারবেন সোনার লেটেস্ট দাম (Gold Price On Dhanteras) ৷ মিসড কল দেওয়ার পর আপনার ফোনে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷