TRENDING:

Birbhum News: শান্তিনিকেতনে টোটো-চারচাকা গাড়ির দৌরাত্ম্য, অভিযোগ তুললেন আশ্রমিকেরা

Last Updated:

শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজের তকমা হারানোর আশঙ্কা করছেন শান্তিনিকেতনের আশ্রমিক,  প্রাক্তনী, শান্তিনিকেতনবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম:  লালমাটির শহর শান্তিনিকেতন। আর সুন্দর প্রাকৃতিক পরিবেশে শান্তিনিকেতন ভ্রমণে আসেন হাজার হাজার পর্যটক। তবে বিগত একবছর ধরে ঐতিহ্যবাহী রবিঠাকুরের শান্তিনিকেতন নিয়ে আশঙ্কায় আশ্রমিক, প্রাক্তনী থেকে শুরু করে শান্তিনিকেতন বাসী। সম্প্রতি ঐতিহ্যবাহী উপাসনা গৃহ থেকে ছাতিমতলা-রবীন্দ্রভবনের সামনে টোটো-চার চাকা গাড়ির দৌরাত্ম্য বেড়েই চলেছে। যার ফলে শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজের তকমা হারানোর আশঙ্কা করছেন শান্তিনিকেতনের আশ্রমিক,  প্রাক্তনী, শান্তিনিকেতনবাসী।
advertisement

সকলের দাবি, বিশ্বভারতীর কাছ থেকে রাজ্য সরকার এই রাস্তা নিয়ে নেওয়ার পরেই শুরু হয় কাজিয়া। বিদ্যুৎ জমানা শেষ হতেই গজিয়ে ওঠা টোটো ও গাড়ির স্ট্যান্ড উঠিয়ে দেওয়ার দাবি উঠেছে। শুধু দরকার শান্তিনিকেতন থানা ও বোলপুর পৌরসভার নজরদারির।

আরও পড়ুন : রবিবার জনগর্জন! সফল করতে মরিয়া তৃণমূল, জেলায় জেলায় প্রস্তুতি… স্লোগান কী থাকছে?

advertisement

এখানেই আছে ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, ছাতিমতলা, রবীন্দ্রভবন সংগ্রহশালা ৷ অথচ এগুলির সামনে গজিয়ে উঠেছে টোটো ও চারচাকা গাড়ির স্ট্যান্ড। প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই৷ সবার উদাসীনতায় বিঘ্নিত হচ্ছে আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশ ৷  টোটো চালকদের কথায়, “আমাদের কোনও স্ট্যান্ড করে দেয়নি প্রশাসন বা বিশ্বভারতী। পর্যটকদের নিয়ে দাঁড়াব কোথায়? সব মিলিয়ে এই পরিস্থিতির সুরাহা কবে মিলবে তার দিন গুনছে শান্তিনিকেতনবাসী।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, খুব তাড়াতাড়ি শান্তিনিকেতনবাসীরা এবং আগত পর্যটকেদের যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়, তার ব্যবস্থা গ্রহণ করা হবে। টোটো কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়টা আগে দেখার পর কোথায় টোটোর স্ট্যান্ড করা যায় সে বিষয়টা দেখা যাবে।

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: শান্তিনিকেতনে টোটো-চারচাকা গাড়ির দৌরাত্ম্য, অভিযোগ তুললেন আশ্রমিকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল