বিশ্ববিদ্যালয় খোলার পরিপ্রেক্ষিতে বুধবার বিশ্বভারতীর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Birbhum News)। যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, বিশ্বভারতী কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পুনরায় বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন শুরু করার সিদ্ধান্ত নেয় (Visva Bharati University)। কমিটির সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন করে অফলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্যাম্পাস খুলে দেওয়া হলেও হোস্টেল খোলার বিষয়ে কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
আগামীকাল রাজ্যে প্রতিটি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে (Birbhum News)। এরই সঙ্গে এবার খুলছে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও (Visva Bharati University)। বিজ্ঞপ্তি অনুসারে সব বিভাগের ক্লাস শুরু হবে। শিক্ষাসত্র এবং পাঠভবনের ক্ষেত্রে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের নিয়ে শুরু হবে অফলাইন ক্লাস। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোভিড স্বাস্থ্যবিধি মেনে পঠন-পাঠন শুরু হবে।
অন্যদিকে, হোস্টেল খোলার বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু প্রকাশ না করার কারণে হোস্টেল খোলা নিয়ে তৈরি হয়েছে সংশয় (Visva Bharati University)। এই ক্ষেত্রে যদি হোস্টেল খোলা না হয়ে থাকে তাহলে পঠন-পাঠন শুরু হলেও দূর-দূরান্তের পড়ুয়ারা অসুবিধার সম্মুখীন হবেন, তা অনস্বীকার্য।
Madhab Das