আরও পড়ুন: আগাছা পরিষ্কার করতে পুজোর আগে এল অত্যাধুনিক মেশিন
আশ্বিন মাসে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় ফুল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। ফলে ফুলের যোগান কমেছে অনেকটাই। এদিকে এই সময় বেড়েছে ফুলের চাহিদা। সেই জন্য চড়া দামে ফুল কিনতে হচ্ছে খুচরো ব্যবসায়ীদের। স্বাভাবিকভাবেই তার আঁচ গিয়ে পড়ছে আমজনতার ঘাড়ে। এই প্রসঙ্গে ফুল ব্যবসায়ী বিশাল শেখ জানান, কলকাতা, কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গা থেকে বীরভূমে ফুল নিয়ে আসা হয়। কিন্তু দাম অত্যধিক বেড়ে যাওয়ায় তারা বেশি ফুল কিনতে পারছেন না। তাই সাধারণ মানুষও সমস্যার মুখে পড়ছেন।
advertisement
বর্তমানে গাঁদা ফুলের একটি মালা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে বহু সাধারণ মানুষ বাড়ির নিত্যদিনের পুজোর জন্য ফুল কেনা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। আবার অনেকে ফুল কিনলেও দু’চারটে দোপাটি ফুলেই কাজ সারছেন।
সৌভিক রায়