TRENDING:

Birbhum News: অসময়ের বৃষ্টিতে ফুল চাষে ব্যাপক ক্ষতি, বাজারে গাঁদার দামে আগুন

Last Updated:

অসময়ের বৃষ্টিতে ফুল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বেড়ে গিয়েছে ফুলের দাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: পুজোর মরশুমে সর্বত্র ফুলের চাহিদা ঊর্ধ্বমুখী থাকে। কয়েকদিন আগেই গিয়েছে বিশ্বকর্মা পুজো এবং গণেশ পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে আর সপ্তাহ তিনেক বাকি। স্বাভাবিকভাবেই ফুলের চাহিদা এই মুহূর্তে লাফালাফিয়ে বাড়ছে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে বাজারে ফুলের দাম সমান হারে পাল্লা দিয়ে বেড়ে চলেছে।
advertisement

আরও পড়ুন: আগাছা পরিষ্কার করতে পুজোর আগে এল অত্যাধুনিক মেশিন

আশ্বিন মাসে অতিরিক্ত বৃষ্টি হ‌ওয়ায় ফুল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। ফলে ফুলের যোগান কমেছে অনেকটাই। এদিকে এই সময় বেড়েছে ফুলের চাহিদা। সেই জন্য চড়া দামে ফুল কিনতে হচ্ছে খুচরো ব্যবসায়ীদের। স্বাভাবিকভাবেই তার আঁচ গিয়ে পড়ছে আমজনতার ঘাড়ে। এই প্রসঙ্গে ফুল ব্যবসায়ী বিশাল শেখ জানান, কলকাতা, কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গা থেকে বীরভূমে ফুল নিয়ে আসা হয়। কিন্তু দাম অত্যধিক বেড়ে যাওয়ায় তারা বেশি ফুল কিনতে পারছেন না। তাই সাধারণ মানুষও সমস্যার মুখে পড়ছেন।

advertisement

View More

বর্তমানে গাঁদা ফুলের একটি মালা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে বহু সাধারণ মানুষ বাড়ির নিত্যদিনের পুজোর জন্য ফুল কেনা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। আবার অনেকে ফুল কিনলেও দু’চারটে দোপাটি ফুলেই কাজ সারছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: অসময়ের বৃষ্টিতে ফুল চাষে ব্যাপক ক্ষতি, বাজারে গাঁদার দামে আগুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল