এরপর ওই মহিলা তাঁর স্বামীকে নিয়ে বিষয়টির মীমাংসা করতে প্রদ্যুতের বাড়ি যান। তখনই প্রদ্যুত সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে। তবে পরক্ষণেই সে ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়।এর পরেই মহিলার আত্মীয় ও অভিযুক্তপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের হয়।এদিন সকালে মহিলার বাড়িতে হাজির হয় প্রদ্যুতের লোকজন।খবর পেয়ে হাজির হয় পুলিশও। দুপক্ষকে থামাতে গেলে অভিযুক্তরা পুলিশের উপর চড়াও হয়।
advertisement
আরও পড়ুন : একশো দুশো নয়, প্রায় ৭০ হাজার মিষ্টি বিতরণ তৃণমূলের! কারণে আছে বড় চমক
আর এই ঘটনায় তিন এএসআই,চার কনস্টেবল জখম হন। একজনের মাথা ফাটে।দুজনের হাতে কোমরে গুরুতর চোট লাগে। তিন গ্রামবাসীও জখম হন। তাঁদের মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর জখম হয়েছেন মায়া মালও। তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত প্রদ্যুত এই ঘটনার পর থেকে পলাতক।
আরও পড়ুন : বোলপুরে শর্ট ট্যুর করবেন? কয়েকটা সস্তার হোমস্টে, সঙ্গে রুট ম্যাপ রইল
অশান্ত গ্রামে শান্তি ফেরাতে পরে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গ্রামে পুলিশবাহিনী টহলদারি চালায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তবে যে পুলিশ গ্রামে শান্তি ফেরাতে গিয়েছিল তাদেরকেই যে এভাবে অশান্তিতে পড়তে হবে তা হয়ত কেউই ভাবেননি।
সৌভিক রায়