TRENDING:

Birbhum News : মাথায় পা তুলে আশীর্বাদ করছেন দাদা! জগন্নাথের অভিনব ফোঁটার সাক্ষী সিউড়ি

Last Updated:

ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা হল ভাই বোনের দীর্ঘায়ু কামনার এক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। সিউড়িতে এমন এক অভিনব অনুষ্ঠান হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা হল ভাই বোনের দীর্ঘায়ু কামনার এক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। কালীপুজোর পর এই ভাইফোঁটার অপেক্ষায় সারা বছর ধরে বসে থাকতে দেখা যায় ভাই বোনেদের। এমন শুভক্ষণে ভাই অথবা দাদার কপালে ফোঁটা দিয়ে দিদি বোনেরা তাদের দীর্ঘায়ু কামনা করেন। আবার একইভাবে দিদি বোনেদের দীর্ঘায়ু কামনা করতে দেখা যায় ভাই দাদাদের। ভাইফোঁটার এই অনুষ্ঠানে বৃহস্পতিবার এক অভিনব দৃশ্য দেখা গেল বীরভূমে।
advertisement

আরও পড়ুন Nadia News: আম, কাঁঠাল, আমসত্ত্বের মিষ্টিতে ভরিয়ে দিন ভাইয়ের প্লেট! ভাইফোঁটার স্পেশ্যাল মিষ্টি

ভাইফোঁটার এই অভিনব দৃশ্য দেখা যায় সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত চাঙ্গুরিয়া গ্রামে। যেখানে এদিন গণ ভাইফোঁটার আয়োজন করা হয় এবং সেই গণ ভাইফোঁটার মঞ্চে উপস্থিত ছিলেন সিউড়ির হাটজান বাজারের জগন্নাথ মাহারা। তার কোনও দিদি অথবা বোন না থাকায় তিনি এই গণ ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানেই তাকে দেখা যায় দিদি বোনেদের থেকে ফোঁটা নেওয়ার পর তাদের পা দিয়ে আশীর্বাদ করতে।

advertisement

পায়ে আশীর্বাদ করার বিষয়টি অনেকের কাছে আশ্চর্য হলেও জগন্নাথের এমন পদক্ষেপ নেওয়ার কারণ হল তার দু’হাত না থাকা। জন্ম থেকেই জগন্নাথের দু’হাত নেই এবং সেই কারণেই তার বাবা-মা তাঁর নাম রেখেছিলেন জগন্নাথ। নামে ও কাজে সত্যিই এই জগন্নাথ এখন জেলার দৃষ্টান্ত। জগন্নাথের দুটি হাত না থাকলেও পায়ের উপর ভর করেই তিনি আজ পড়াশুনা করে কলেজের গণ্ডি পার করেছেন এবং চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর পাশাপাশি তিনি একটি অবৈতনিক স্কুল খুলে প্রায় দুই শতাধিক দুঃস্থ দরিদ্র পড়ুয়াদের পড়াশোনা করান সম্পূর্ণ বিনামূল্যে।

advertisement

View More

আরও পড়ুন Murshidabad News: ভাইফোঁটার আগে অন্য স্বাদের মিষ্টি কিনতে ভিড় দোকানে 

জগন্নাথ জানিয়েছেন, তার বোন বা দিদি না থাকায় তিনি এতদিন ভাইফোঁটা পেতেন না। তবে আজ গণ ভাইফোঁটার মঞ্চে উপস্থিত হয়ে এমন আনন্দের অংশীদার হতে পেরেছেন। তার দুহাত না থাকাই তিনি পায়ে করেই দিদি বোনেদের আশীর্বাদ করেছেন। অন্যদিকে পায়ের মাধ্যমে আশীর্বাদ পাওয়ার আলাদা অনুভূতি বলে জানিয়েছেন সেখানে উপস্থিত থাকা দিদি বোনেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শালের জঙ্গলে ঘেরা 'এই' জায়গা কাপল ফ্রেন্ডলি,মনের ক্লান্তি কাটাতে ঘুরে আসবেন নাকি? রইল খোঁজ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : মাথায় পা তুলে আশীর্বাদ করছেন দাদা! জগন্নাথের অভিনব ফোঁটার সাক্ষী সিউড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল