মৃত ওই দুজন হলেন ৪৫ বছর বয়সি শুভেন্দু হাজরা, বাড়ি সাঁইথিয়া বলে জানা যাচ্ছে। অন্য দিকে ২৬ বছর বয়সি শুভম দাসের বাড়ি সিউড়ির সাজানোপল্লীতে। তাঁরা নদীর জলে তলিয়ে যাওয়ার পর তাদের উদ্ধারের জন্য নামে উদ্ধারকারী দল। শনিবার তাঁদের উদ্ধার করা সম্ভব না হলেও রবিবার তাঁদের উদ্ধার করে উদ্ধারকারী দলের সদস্যরা। মৃত অবস্থায় তাঁদের উদ্ধার করার পর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় ময়না তদন্তের জন্য। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় প্রত্যাশা অনুযায়ী ভিড় হল না তারাপীঠে, কারণ কী?
মৃত শুভম দাসের বন্ধু বিক্রম জানিয়েছেন, তারা একসঙ্গে একটি সংস্থায় কাজ করেন এবং সেখানে কাজের সুবাদে পাঁচ জন মিলে পিকনিক করতে গিয়েছিলেন। নদীতে নামার সময় সমতল থেকে হঠাৎ বিশাল গর্ত হয়ে যাওয়ার কারণে এমন বিপত্তি ঘটেছে। উদ্ধারকারী দলের সদস্যরা তাদের জানিয়েছেন, যে জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়েছে সেখানে কম করে ৪০ ফুট গর্ত ছিল।
আরও পড়ুন: চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা বীরভূমের বিশেষভাবে সক্ষমদের
তবে ময়ূরাক্ষী নদীতে জলে ডুবে এইভাবে মৃত্যুর ঘটনা এই প্রথম হল এমন নয়। এর আগেও একাধিক জায়গায় এইভাবে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটতে দেখা গিয়েছে। ময়ূরাক্ষী নদীতে স্থান বিশেষে এইভাবে একাধিক মৃত্যুর ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
Madhab Das