রেলের ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজ চলার কারণে কলকাতাগামী একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে ৩০ মে পর্যন্ত। এই ট্রেন বাতিল হওয়ার কারণে প্রভাব পড়তে শুরু করেছে তারাপীঠ মন্দিরে। তারাপীঠ মন্দিরে ভক্তদের সংখ্যা কমে যাওয়ায় ক্ষতির সম্মুখিন হচ্ছেন এই সকল ব্যবসায়ীরা থেকে শুরু করে মন্দিরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত সেবায়েতরাও।
আরও পড়ুনঃ গানের পর এবার অভিনয়! যাত্রা করবেন ভুবন বাদ্যকর
advertisement
এমনিতেই তারাপীঠে প্রতি মঙ্গলবার এবং শনিবার বিপুল সংখ্যক ভক্তের সমাগম দেখা যায়। আবার রবিবার রয়েছে ফলহারিণী অমাবস্যা। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় যে পরিমাণ ভক্তের সমাগম হয় ফলহারিণী অমাবস্যায় কিছুটা কম হলেও ভক্ত সমাগমের দিক থেকে তা দ্বিতীয়। কিন্তু এই ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার কারণে এবার লক্ষাধিক সেই ভিড় আর নেই, মেরে কেটে হাজারেও ভক্তদের সমাগম পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
আরও পড়ুনঃ পরীক্ষা হবে অনলাইনে, ঘোষণা হতেই অকাল হোলি সিউড়ি বিদ্যাসাগর কলেজে!
অন্যদিকে যেসকল ভক্তরা দূর-দূরান্ত থেকে ইতিমধ্যেই তারাপীঠে এসে পৌঁছেছেন, তারাও তারা মায়ের পুজো দিয়ে বাড়ি ফেরার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন। সেই কথায় জানিয়েছেন কলকাতা থেকে আগত এক পুণ্যার্থী।
Madhab Das