কথিত কাহিনী অনুযায়ী জানা যায়, গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেব রাধা বিনোদের উপাসক ছিলেন। তিনি প্রতিবছর মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য কাটোয়ার গঙ্গায় যেতেন। কিন্তু একবার তিনি শারীরিক অসুস্থতার কারণে সেখানে যাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হন। তবে দেবী গঙ্গা খোদ তাকে স্বপ্ন দিয়ে জানান, মকর সংক্রান্তিতে অজয়ের কদম কুন্ডের ঘাটে উজানে হাজির হবেন গঙ্গা। এরপর থেকেই মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুলীর অজয়ে স্নানের জন্য ভিড় জমে পুণ্যার্থীদের।
advertisement
আরও পড়ুন - সামনেই সরস্বতী পুজো, চাহিদা বাড়ছে ছাঁচে গড়া প্রতিমার
আরও পড়ুন - সাইবার ক্রাইমের সঙ্গে লড়তে হাতিয়ার ইলেকট্রনিক্স এভিডেন্স, কীভাবে সংগ্রহ ও আদালতে পেশ নিয়ে সেমিনার
চলতি বছর শনিবার থেকেই হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের আগমন দেখা যায়। রবিবার ভোর থেকে শুরু হয় পূণ্য স্নান। পুণ্য স্নানের পর ভক্তদের রাধা বিনোদ মন্দিরে পুজো দিতে দেখা যায়। বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার মধ্যবর্তী জায়গায় অবস্থিত এই এলাকায় দুই জেলা ছাড়াও দূর দূরান্ত থেকে পুণ্যার্থীদের আগমন লক্ষ্য করা যাচ্ছে। মকর স্নানকে কেন্দ্র করে এখানে মেলার আয়োজন করা হয় এবং সেই মেলার উদ্বোধন হয়েছে শনিবার। সরকারিভাবে চার দিনের জন্য মেলা হলেও ভাঙ্গা মেলা থাকবে অন্ততপক্ষে সাত দিন বা তার বেশি।
Madhab Das