অন্যের নাম ভাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেওয়ার জন্য সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাশের রাজ্য ঝাড়খণ্ডের রানীশ্বরের বাসিন্দা সঞ্জিদা বিবি ওরফে গুড্ডি বিবি। একটি মোটর বাইক দুর্ঘটনায় তার পা ভাঙে এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেখানে দালাল চক্রে পড়ে তাদের আনা হয় সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়ে চিকিৎসা করানোর জন্য তারই এক আত্মীয় সিউড়ির লালকুঠি পাড়ার আফিজা বিবির নাম, আধার কার্ড ব্যবহার করা হয়। আবার স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করা হয় আরেক আত্মীয় লাজিনা বিবির।
advertisement
আরও পড়ুনঃ চন্দননগরের মতো উন্মাদনা নন্দকুমারের জগদ্ধাত্রী পুজোয়, দেখুন
বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার আগে সমস্ত কিছু যাচাই করার সময় বিষয়টি ধরে ফেলেন এবং তারা আপত্তি তোলেন। এরপরেই ঝাড়খন্ড থেকে চিকিৎসা করাতে আসা ওই রোগী রীতিমতো অস্বস্তিতে পড়েন। পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, এমন ঘটনার পর ইতিমধ্যেই ওই স্বাস্থ্য সাথী কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দায়ের করেন তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এলেও এমন জালিয়াতির ঘটনা সচরাচর দেখা যায় না। সিউড়ির এই ঘটনা রাজ্যে জালিয়াতির অন্যতম দৃষ্টান্ত তৈরি করল বলেই মনে করছেন অনেকে।
Madhab Das