বীরভূম জেলা নানান কারণে রাজ্যের সবচেয়ে অশান্ত এলাকাগুলির একটি। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা-বন্দুক। বছরখানেক আগে এই জেলাতেই ঘটে গিয়েছে বগটুই’র মতো ভয়ঙ্কর হত্যাকাণ্ড। অতি সম্প্রতি বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখানে। এরমধ্যে অত্যন্ত উত্তেজনাপ্রবণ এলাকায় হিসেবে উঠে এসেছে দুবরাজপুর, খয়রাশোল। এই পরিস্থিতি মোকাবিলা করতেই মহকুমা পুলিশ জোন বা পৃথক পুলিশ জেলা তৈরির ভাবনাচিন্তা শুরু হয়েছে।
advertisement
আরও পড়়ুন: পাইপ লাইনে রান্নার গ্যাস আরামবাগে
সূত্রের খবর, দুবরাজপুর, খয়রাশোল ও রাজনগরকে কেন্দ্র করে এই বিশেষ পরিকল্পনার কথা জেলা পুলিশের পক্ষ থেকেই গত ফেব্রুয়ারি মাসে প্রথম রাজ্যের কাছে পাঠানো হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যে এলাকাকে কেন্দ্র করে আলাদা পুলিশ জোন তৈরির ভাবনা-চিন্তা শুরু হয়েছে সেখানেই আছে বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা জেলার একমাত্র বিধানসভা কেন্দ্রটি। বীরভূমের ১১ টি বিধানসভার মধ্যে একমাত্র দুবরাজপুর বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে।
জেলা পুলিশের এই আবেদন গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে নবান্ন। বিভিন্ন সূত্রের খবর, খুব দ্রুত এই বিষয়ে নির্দিষ্ট ঘোষণা করা হতে পারে।