Hooghly News: পাইপ লাইনে রান্নার গ্যাস আরামবাগে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের এই ব্যবস্থা হুগলির আরামবাগে যে দ্রুত শুরু হতে চলেছে তা নিশ্চিত করেছেন হিন্দুস্তান পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজার সঞ্জয় ঘোষ।
হুগলি: আরামবাগবাসীর জন্য সুখবর। মাসের শেষে আর গ্যাসবুক করা বা গ্যাস ফুরিয়ে গেলে নতুন সিলিন্ডার ওভেনের সঙ্গে লাগানোর ঝামেলা এবার আর পোহাতে হবে না। পাইপ লাইনের মাধ্যমে এবার থেকে আরামবাগের বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ করা হবে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এখানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা শুরু করতে চলেছে।
আরও পড়়ুন: পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখল ঘিরে বোমাবাজি, মৃত তৃণমূল কর্মী! দেহ আনতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ
পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের এই ব্যবস্থা হুগলির আরামবাগে যে দ্রুত শুরু হতে চলেছে তা নিশ্চিত করেছেন হিন্দুস্তান পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজার সঞ্জয় ঘোষ। এসবিএসটিসি ডিপোতে সিএনজি পাম্প চালুর অনুষ্ঠানে হাজির হয়ে এইচপি’র পক্ষ থেকে সঞ্জয়বাবু এই ঘোষণা করেন। তিনি জানান, আগামী বছরের মে-জুন মাসের মধ্যেই আরামবাগে বাড়ি বাড়ি এই রান্নার গ্যাস পরিষেবা চালু হয়ে যাবে। বাড়িতে মিটার লাগানো থাকবে। যে পরিবার যতটা গ্যাস খরচ করবে তার মিটারে বিল উঠবে। নির্দিষ্ট সময়ে সেই বিল পেমেন্ট করে নিরবিচ্ছিন্ন গ্যাস পরিষেবা সম্ভব হবে।
advertisement
advertisement
এই পরিষেবা চালু হলে আরামবাগের মানুষকে আর রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার কিনতে হবে না। পাইপলাইন সংযোগের নল খুললেই পাওয়া যাবে গ্যাস। এই পরিষেবার খবর জেনে খুশি আরামবাগের মানুষ।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 2:53 PM IST