শুক্রবার বীরভূমের বোলপুরের ডাক বাংলো থেকে বোলপুর রেলস্টেশন পর্যন্ত একটি মিছিল আয়োজন করে পড়ুয়াদের একাংশ। যে মিছিলের মধ্য দিয়ে তারা দাবি তোলেন স্কুল শিক্ষক শিক্ষিকাদের টিউশন পড়ানোর সম্মতি দেওয়ার জন্য। যেখানে স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন পড়ানোর প্রতিবাদে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সেই জায়গায় তাদের প্রাইভেট টিউশন পড়ানোর দাবিতে এই আন্দোলন আলাদা মাত্রা এনে দিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ডেউচা পাঁচামি এলাকার ২৬০ জন পেলেন জুনিয়র কনস্টেবলের চাকরি
স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন পড়ানোর দাবিতে এদিন পড়ুয়াদের একাংশ যে মিছিল করে তাতে তাদের যুক্তি হিসেবে তারা জানিয়েছে, আর কয়েক মাস পরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমত অবস্থায় তারা যে সকল শিক্ষক শিক্ষিকার কাছে প্রাইভেট টিউশন পড়ছিলেন তারা পড়ানো বন্ধ করে দিলে সমস্যায় পড়তে হবে তাদের।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমিয়ে নজির বীরভূম প্রশাসনের
কারণ নতুন করে যে শিক্ষকের কাছে তারা পড়ার জন্য যাবেন তাদের সঙ্গে সামঞ্জস্য তৈরি করার ক্ষেত্রে সময় লাগবে। এছাড়াও তাদের সংশয়, নতুন শিক্ষক শিক্ষিকারা কিভাবে তাদের পড়াবেন এবং তার ফলে তারা পরীক্ষায় কি ফলাফল করবেন সেটা নিয়েও আশঙ্কা রয়েছে।
Madhab Das