TRENDING:

Birbhum News : যার জন্য অনুব্রতর দিল্লিযাত্রা আটকেছিল সেই শিবঠাকুরের গ্যারাজে নতুন একলাখী বাইক!

Last Updated:

তাঁর জন্য দিল্লিযাত্রা আটকেছিল অনুব্রত মণ্ডলের। উল্টে দীর্ঘদিন পর নিজের জেলায় ফিরতে পেরেছিলেন কেষ্ট। অনুব্রতর বিরুদ্ধে চেষ্টার খুনের অভিযোগ আনা সেই শিবঠাকুর মণ্ডল এবার দামি বাইক কিনে শিরোনামে উঠে এলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা যার জন্য আটকে গিয়েছিল সেই শিবঠাকুর মণ্ডল এবার লাখ টাকা দামের বাইক কিনলেন! পেশায় কীর্তনীয়া শিবঠাকুরের এই নতুন বাইক কেনা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। প্রসঙ্গত দু'দফায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিলেন দুবরাজপুরের শিবঠাকুর মণ্ডল।
দামি বাইক
দামি বাইক
advertisement

গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করার পর আসানসোল জেলে ঠাঁই হয় অনুব্রত মণ্ডলের। গত ১৯ ডিসেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানায়, ইডি চাইলে কেষ্ট মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে। শোনা যায় দিল্লির আদালতের এই রায় শোনার পর আসানসোল জেলে মুষড়ে পড়েছিলেন অনুব্রত। যদিও শেষ পর্যন্ত তাঁকে দিল্লি যেতে হয়নি। বদলে নিজের জেলা বীরভূমে এক সপ্তাহের জন্য ফিরে যেতে পেরেছিলেন তিনি। আর এই সব কিছুর পেছনেই ছিল তাঁর‌ই দলেরই স্থানীয় নেতা শিবঠাকুর মণ্ডলের দায়ের করা একটি মামলা।

advertisement

ওই ১৯ ডিসেম্বর রাতে হঠাৎ‌ই অনুব্রত মণ্ডলের নামে দুবরাজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শিবঠাকুর মণ্ডল। তাতে জানিয়েছিলেন, একুশের বিধানসভা নির্বাচনের সময় দুবরাজপুরে তৃণমূলের দলীয় কার্যালয় ডেকে পাঠিয়ে গলা টিপে ধরেছিলেন অনুব্রত। তিনি কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে খুন করার চেষ্টার অভিযোগ করেন। যদিও বিরোধীরা অভিযোগ করে, এই সবই আসলে অনুব্রতর দিল্লি যাত্রা ঠেকানোর জন্য সাজানো ছক।

advertisement

আরও পড়ুন: সাংবাদিকের ছদ্মবেশে এটিএম থেকে টাকা চুরি! সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় ধৃত হাইটেক চোর

View More

শিবঠাকুর মণ্ডলের এই অভিযোগের ভিত্তিতে পরের দিন, অর্থাৎ ২০ ডিসেম্বর সাতসকালে আসানসোল জেলে গিয়ে হাজির হয় দুবরাজপুর থানার পুলিশ। অনুব্রত মণ্ডলকে 'শোন অ্যারেস্ট' করে দুবরাজপুর নিয়ে যাওয়া হয়। তাঁকে দুবরাজপুর আদালতে পেশ করলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সেই পুলিশ হেফাজতের মেয়াদ কাটিয়ে অনুব্রত মণ্ডল আবার আসানসোল জেলে ফিরে গিয়েছেন। অবশ্য পরবর্তীতে দিল্লি হাইকোর্টের রায় তাঁকে এক্ষুনি দিল্লি নিয়ে যেতে পারছে না।

advertisement

তবে এ‌ই ঘটনার রেশ থিতিয়ে পড়ার আগেই লক্ষ টাকার বাইক কিনে তোলপাড় ফেলে দিলেন সেই শিবঠাকুর মণ্ডল। তিনি দিন সাতেক আগেই এই মোটরবাইকটি কিনেছেন বলে খবর।

এই বিষয়ে শিবঠাকুর মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "লোকে যা বলছে বলুক, তাতে কিছু যায় আসে না।" শিবঠাকুরের দাবি, তাঁর পুরনো স্কুটি শোরুমে দিয়ে ৩৫ হাজার টাকা পেয়েছেন। সেই টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে চার বছরের কিস্তিতে নতুন বাইক কিনেছেন। এর জন্য তাঁকে প্রতিমাসে ২,৭০০ টাকা করে ইএম‌আই গুণতে হবে বলে জানিয়েছেন শিবঠাকুর মণ্ডল। এই বিষয়ে বাইক শোরুমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, কাগজপত্র মিলিয়ে শিবঠাকুরের বাইকের দাম পড়েছে প্রায় ১ লক্ষ ১৭ হাজার ৭৮০ টাকা। শোরুমের বদলে গেলে দামের কিছুটা হেরফের হয়ে থাকে।

advertisement

তবে নতুন বাইক কিনে ফের জল্পনার কেন্দ্রে উঠে এসেছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডল‌।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : যার জন্য অনুব্রতর দিল্লিযাত্রা আটকেছিল সেই শিবঠাকুরের গ্যারাজে নতুন একলাখী বাইক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল