TRENDING:

Birbhum News: ১০ লক্ষ টাকার বাগান! রাজ্যের মাটির সৃষ্টি প্রকল্পে পাল্টে গেল জীবন, গল্প চমকপ্রদ

Last Updated:

এই বাগান তৈরি করা হয়েছে গত দু'বছর ধরে। চাষ করা হচ্ছে স্থানীয় বিভিন্ন ধরনের ফল ও ফুল সহ বেদানা, ড্রাগণ ফ্রুট সহ বিভিন্ন দামি ফল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: বোলপুর মহকুমার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামের মাঠে ১০ বিঘা জমির উপর তৈরি করা হয়েছে একটি বাগান। আনুমানিক ১০ লক্ষ টাকা ব্যয়ে মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় এই বাগান তৈরি করা হয়েছে। এই বাগান তৈরি করা হয়েছে গত দু'বছর ধরে। চাষ করা হচ্ছে স্থানীয় বিভিন্ন ধরনের ফল ও ফুল সহ বেদানা, ড্রাগণ ফ্রুট-সহ বিভিন্ন দামি ফল। এর পাশাপাশি এখানে সূর্যমুখী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুলের চাষের পরিকল্পনা করা হচ্ছে।
advertisement

এই উদ্যানে কাজ করে থাকেন স্থানীয় ৩০ জন নিম্নমধ্যবিত্ত পরিবারের মহিলারা। তারাই দু'বছর ধরে একটি কমিটি তৈরি করে এখানে চাষবাসের কাজ করছেন। রূপপুর গ্রাম পঞ্চায়েত রাজ্য সরকারের মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে এই সকল মহিলাদের রোজগারের দেখাচ্ছে।

আরও পড়ুন: আমি চাই ভারতে একটাই আদর্শবান দল থাকুক যার নাম তৃণমূল কংগ্রেস : মমতা বন্দ্যোপাধ্যায়

advertisement

আরও পড়ুন: হাতে ওয়াকিটকি, উড়ছে ড্রোন, একুশে জুলাইতে ডাকাবুকো আরাবুলকে চেনা দায়!

View More

রূপপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে, বিভিন্ন ফল ও ফুল চাষ করে সেই ফল ও ফুল বাজারে বিক্রি করা হয়। বিক্রি করে যে অর্থ আসে তা তাদের কমিটির হাতে তুলে দেওয়া হয় এবং তারা তা নিজেদের চাহিদা মতো খরচ করে থাকেন। সামনেই এখান থেকে ড্রাগণ ফ্রুট তুলে বাজারে বিক্রি করা হবে। এই ড্রাগণ ফ্রুট এই সকল মহিলাদের রোজগারের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

advertisement

এই উদ্যানে কর্মরত মহিলারা জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় আমরা এখানে কাজ করে রোজগারের পথ দেখেছি। আমরা নিজেদের সাধ্যমত পরিশ্রম করে নানান ধরনের ফুল ও ফল চাষ করার প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের জন্য এই প্রকল্প খুবই উপকারী হয়ে উঠেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: ১০ লক্ষ টাকার বাগান! রাজ্যের মাটির সৃষ্টি প্রকল্পে পাল্টে গেল জীবন, গল্প চমকপ্রদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল