TRENDING:

Birbhum News- প্রাথমিক এবং প্রাক প্রাথমিক স্কুল খুলছে, প্রস্তুতি চলছে বীরভূমে

Last Updated:

অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আগেই স্কুলের মুখ দেখলেও এই পড়ুয়ারা করোনাকালে এই প্রথম স্কুলের মুখ দেখতে চলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে খুলছে প্রাথমিক এবং প্রাক প্রাথমিক স্কুল। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের প্রতিটি স্কুলে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। মঙ্গলবার সকাল থেকেই স্যানিটাইজ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ছবি ধরা পরল বীরভূমের বোলপুরের গঙ্গাধর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। এখানকার শিক্ষকরা স্কুল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চালানোর পাশাপাশি জানিয়েছেন, "পড়ুয়ারা স্কুলে আসতে ভালোবাসে। তাই আমরা রাজ্য সরকারের অনুমতি পেয়ে আমাদের কাজ শুরু করে দিয়েছি। আগামীকাল থেকেই পুরোদমে শুরু হবে স্কুল।"
advertisement

অন্যদিকে, একই কথা জানিয়েছেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, বীরভূমের প্রতিটি স্কুলের পরিস্থিতি দেখে তার পরিকাঠামোর সুবন্দোবস্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি অনুযায়ী কাজ শুরু হবে। তবে তিনি এটাও স্বীকার করে নিয়েছেন জেলার অনেক স্কুলের অবস্থা খারাপ।

পাশাপাশি পড়ুয়ারাও জানিয়েছেন, নতুন করে স্কুল চালু হওয়ায় তারা খুশি। আগামী কাল থেকেই তারা স্কুলে আসবে। দীর্ঘদিন ধরে তারা স্কুলের সহপাঠীদের থেকে দূরে ছিল। স্কুল খোলায় সহপাঠীদের সঙ্গে খেলা ও পড়াশোনা করার সুযোগ পাবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, গত দু'বছরের কাছাকাছি সময় ধরে বন্ধ রয়েছে প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক বিদ্যালয়। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই বন্ধ প্রাথমিক এবং প্রাক-প্রাথমিকের পঠন-পাঠন। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আগেই স্কুলের মুখ দেখলেও এই পড়ুয়ারা করোনাকালে এই প্রথম স্কুলের মুখ দেখতে চলেছে।

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News- প্রাথমিক এবং প্রাক প্রাথমিক স্কুল খুলছে, প্রস্তুতি চলছে বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল