দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীরা জানিয়েছেন, তাদের দাবি দেওয়া যতদিন না মেনে নেওয়া হবে ততদিন তারা তাদের কর্ম বিরতি চালাবেন। সিউড়ি সহ রাজ্যের অধিকাংশ ডিপোতে একই রকম কর্ম বিরতি চলছে বলে জানিয়েছেন কর্মবিরতিতে শামিল হওয়া অস্থায়ী কর্মীরা। তারা জানিয়েছেন, মাসে তাদের ২৬ দিন কাজ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও মাত্র ১০ থেকে ১২ দিন কাজ পান। এর ফলে তাদের যা রোজগার হয় তা দিয়ে সংসার চালানো একপ্রকার অসম্ভব।
advertisement
আরও পড়ুনঃ বিদ্যুৎ লাইনে চলছিল কাজ, কি এমন ঘটল যে পুরোই ছুটি হল স্কুল?
অন্যদিকে লাগাতার এই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা বন্ধ থাকার ফলে যাত্রীদের মধ্যে চরম সমস্যা তৈরি হয়েছে। প্রতিদিন সিউড়ি বাসস্ট্যান্ড থেকে শত শত যাত্রী ঘুরে যাচ্ছেন। তারা অসুবিধায় পড়ে বেসরকারি বাস অথবা অন্য কোন যানবাহন ভাড়া করে যাতায়াত করতে হচ্ছে। তারাও এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন দ্রুত।
আরও পড়ুনঃ মহালয়াতেই উদ্বোধন হল ১৫টি পূজোর! দেখে নিন তালিকা...
অন্যদিকে এই বাস পরিষেবা বন্ধ থাকার কারণে বাস পরিষেবার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হকার, ভিক্ষুক তারাও সমস্যায় পড়েছেন। তারাও তাদের জিনিসপত্র বিক্রি করতে পারছেন না। বাসস্ট্যান্ডে লোকজন আসা কমে যাওয়ায় ভিক্ষুকদের রোজগারও কমে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রত্যেকেই চাইছেন সমস্যার সমাধান যেন দ্রুত হয়।
Madhab Das