Birbhum News: বিদ্যুৎ লাইনে চলছিল কাজ, কি এমন ঘটল যে পুরোই ছুটি হল স্কুল?

Last Updated:

পুজোর সময় যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা থাকে তার জন্য সিউড়ি শহরে চলছে লাইন মেরামতির কাজ। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও চলছিল এই মেরামতির কাজ।

#বীরভূম : পুজোর সময় যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা থাকে তার জন্য সিউড়ি শহরে চলছে লাইন মেরামতির কাজ। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও চলছিল এই মেরামতির কাজ। তবে এই মেরামতির কাজ চলার সময় এমন ঘটনা ঘটল যে একটি পুরো স্কুল ছুটি দিতে বাধ্য হলেন শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার এই বিদ্যুৎ মেরামতির কাজ চলছিল সিউড়ি শহরের সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তার পাশে থাকা রবীন্দ্রপল্লী এলাকায়। সেই সময় বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যে এলাকার বহু বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায় অথবা নষ্ট হয়ে যায়।
একইভাবে ওই এলাকায় থাকা রবীন্দ্রপল্লী শিক্ষা নিকেতনের বৈদ্যুতিক আলো, ফ্যান সবকিছু পুড়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলে এতটাই আতঙ্ক ছড়ায় যে শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের ছুটি দিয়ে দেন। এছাড়াও আলো ও ফ্যান নষ্ট হয়ে যাওয়ার ফলে গরমে ও আলোর অভাবে পড়ুয়াদের ক্লাস করাটাও অসম্ভব হয়ে দাঁড়ায়।
আরও পড়ুনঃ সাত দিনে পা রাখল SBSTC কর্মীদের কর্ম বিরতি, বেজায় অসুবিধায় যাত্রীরা!
স্কুলের শিক্ষিকা আঁখি মুখার্জি জানিয়েছেন, "প্রতিদিনের মতো আমরা এবং স্কুলের পড়ুয়ারা আজও স্কুলে এসেছিল। ঠিক যখন স্কুল শুরু হবে সেই সময় আলো ও ফ্যান চালু করতেই ধোঁয়া বের হতে শুরু করে। এমন পরিস্থিতি তৈরি হয় যে স্কুলের মধ্যে হইচই শুরু হয়ে যায়। এরপরেই আমরা পরিস্থিতি বেগতিক দেখে স্কুল ছুটি দিয়ে দিই। এখন আমরা মেকানিক ডেকেছি এই ইলেকট্রিক সরঞ্জাম ঠিক করার জন্য।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ মহালয়াতেই উদ্বোধন হল ১৫টি পূজোর! দেখে নিন তালিকা...
অন্যদিকে একই পরিস্থিতি এলাকার বেশ কয়েকটি বাড়িতেও। তাদের অভিযোগ, বিদ্যুতের কাজ করার সময় ভুল তার অথবা বেশি বিদ্যুৎ সরবরাহের ফলেই এমন ঘটনা ঘটেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় বেশ কিছুক্ষণের জন্য চাঞ্চল্য তৈরি হয়। পরিস্থিতি এমন তৈরি হয় যে তারা এলাকায় বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিতে শুরু করেন। যদিও এই বিষয়ে তা নিয়েও বিদ্যুৎ সরবরাহ অফিসের তরফ থেকে আশ্বাস পেয়ে আর বিক্ষোভে সামিল হন নি তারা।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বিদ্যুৎ লাইনে চলছিল কাজ, কি এমন ঘটল যে পুরোই ছুটি হল স্কুল?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement