TRENDING:

Satabdi Roy: 'লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছ...?' উত্তর শুনেই চটলেন! খয়রাশোলে এ কী রূপে শতাব্দী রায়?

Last Updated:

Satabdi Roy: তৃতীয় দিনে খয়রাশোল ব্লক এলাকায় প্রচার করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ সোমবার দিনভর তিনি ওই ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকায় প্রচার করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: তৃতীয় দিনে খয়রাশোল ব্লক এলাকায় প্রচার করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ সোমবার দিনভর তিনি ওই ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকায় প্রচার করেন। সেখানে কোথাও গ্রামবাসীরা তাঁকে নানান দাবিদাওয়া জানান। তো কোথাও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ।
advertisement

সিউড়ির পর খয়রাশোলেও এদিন ফের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বীরভূমে নিজের কেন্দ্রে গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া নিয়ে নালিশ গ্রামবাসীদের। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান শতাব্দী।

আরও পড়ুন: আলু তো সবজির ‘রাজা’…! কিন্তু জানেন কি সবজির ‘রানী’ কে? এই ‘নাম’ শুনলে চমকে যাবেন!

advertisement

গত শনিবার থেকে জেলায় পঞ্চায়েত ভোটকে সামনে রেখে প্রচার শুরু করেছেন সাংসদ শতাব্দী রায়। তিনি জেলার এক একটি ব্লকে দিনভর প্রচারের কর্মসূচি রেখেছেন। প্রথম দিন তিনি সিউড়ি ২ ব্লকে দিনভর প্রচার করেন। এদিন তাঁর খয়রাশোল ব্লক এলাকায় প্রচার কর্মসূচি ছিল। সেই মতো এদিন তিনি প্রথমে শহরভাঙা গ্রামে যান। সেখান থেকে তিনি লোকপুর পঞ্চায়েতের গাঙপুর গ্রামে যান। সেখানে গ্রামবাসীরা সাংসদকে ঘিরে ধরে কিছু অভিযোগ জানান।সেখান থেকে তিনি ভাদুরিয়া-সহ একাধিক গ্রামে যান। সব শেষে তিনি লোকপুরে যান। সেখানে একটি জনসভা করেন। পাশাপাশি তিনি এদিন একাধিক পঞ্চায়েত এলাকায় সভা করেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

শুভদীপ পাল

বাংলা খবর/ খবর/বীরভূম/
Satabdi Roy: 'লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছ...?' উত্তর শুনেই চটলেন! খয়রাশোলে এ কী রূপে শতাব্দী রায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল