সিউড়ির পর খয়রাশোলেও এদিন ফের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বীরভূমে নিজের কেন্দ্রে গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া নিয়ে নালিশ গ্রামবাসীদের। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান শতাব্দী।
আরও পড়ুন: আলু তো সবজির ‘রাজা’…! কিন্তু জানেন কি সবজির ‘রানী’ কে? এই ‘নাম’ শুনলে চমকে যাবেন!
advertisement
গত শনিবার থেকে জেলায় পঞ্চায়েত ভোটকে সামনে রেখে প্রচার শুরু করেছেন সাংসদ শতাব্দী রায়। তিনি জেলার এক একটি ব্লকে দিনভর প্রচারের কর্মসূচি রেখেছেন। প্রথম দিন তিনি সিউড়ি ২ ব্লকে দিনভর প্রচার করেন। এদিন তাঁর খয়রাশোল ব্লক এলাকায় প্রচার কর্মসূচি ছিল। সেই মতো এদিন তিনি প্রথমে শহরভাঙা গ্রামে যান। সেখান থেকে তিনি লোকপুর পঞ্চায়েতের গাঙপুর গ্রামে যান। সেখানে গ্রামবাসীরা সাংসদকে ঘিরে ধরে কিছু অভিযোগ জানান।সেখান থেকে তিনি ভাদুরিয়া-সহ একাধিক গ্রামে যান। সব শেষে তিনি লোকপুরে যান। সেখানে একটি জনসভা করেন। পাশাপাশি তিনি এদিন একাধিক পঞ্চায়েত এলাকায় সভা করেন।
শুভদীপ পাল