TRENDING:

Satabdi Roy-Anubrata Mondal: "কেষ্টদা না থাকলেও তাঁর স্টাইল এখনও রয়েছে!" প্রচারে অনুব্রত স্টাইলে শতাব্দী রায়!

Last Updated:

Satabdi Roy-Anubrata Mondal: অনুব্রত স্টাইলে এবার অভিনেত্রী সাংসদ। বীরভূমে যা ঘটছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: অনুব্রত স্টাইলে এবার অভিনেত্রী সাংসদ। প্রত্যেক বুথ স্তরের নেতাদের এক এক করে বুথের হাল-হকিকতের খবর নিলেন। সংশ্লিষ্ট বুথের পরিস্থিতিও খাতায় লিখে রাখলেন। শুক্রবার বিকেলে এমনই দৃশ্য দেখা যায় মহম্মদবাজারের চরিচায় তৃণমূলের কর্মী সভায়। অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি। কিন্তু তাঁর যে অস্তিত্ব এখনও অব্যাহত সেই চিত্র জেলার বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায়।
advertisement

এবার অনুব্রত মণ্ডলের স্টাইলে এলাকার পরিস্থিতির খোঁজ নিলেন সাংসদ শতাব্দী রায়। যে কোন ভোটের আগে অনুব্রত মণ্ডল দলীয় কর্মী সভা করতেন। সেখানেই চলত সংশ্লিষ্ট বুথ কিম্বা অঞ্চল স্তরের নেতাদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্ব। প্রত্যেক বুথের সাংগঠনিক পরিস্থিতির খোঁজ নিতেন অনুব্রত। এবার সেই ভূমিকায় শতাব্দী।

আরও পড়ুন:  হলুদ ট্যাক্সিতে যুবক-যুবতী! চলছিল এই কাজ! ব্যান্ডেলে পৌঁছতেই যা ঘটল

advertisement

ওইদিনের সভায় তিনি চরিচা এলাকার নেতাদের একে একে জিজ্ঞাসা করেন যে এলাকার পরিস্থিতি কি।  গত বিধানসভা ও লোকসভা ভোটে ফলাফল কেমন হয়েছিল? এবার পঞ্চায়েত ভোটে কি হতে পারে? ঠিক যেমন অনুব্রত মণ্ডল প্রত্যেক ভোটের আগে করে থাকতেন। তা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের মধ্যে। অনেকে বলছেন, “কেষ্টদা না থাকলেও তাঁর স্টাইল এখনও রয়েছে।” উল্লেখ্য, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জেলাজুড়ে প্রচার শুরু করেছেন সাংসদ শতাব্দী রায়। তিনি জেলার প্রতিটি ব্লকে ব্লকে দিনভর প্রচার করছেন৷ শুক্রবার তিনি মহম্মদবাজার এলাকায় প্রচার করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Subhadip Pal

বাংলা খবর/ খবর/বীরভূম/
Satabdi Roy-Anubrata Mondal: "কেষ্টদা না থাকলেও তাঁর স্টাইল এখনও রয়েছে!" প্রচারে অনুব্রত স্টাইলে শতাব্দী রায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল