এবার অনুব্রত মণ্ডলের স্টাইলে এলাকার পরিস্থিতির খোঁজ নিলেন সাংসদ শতাব্দী রায়। যে কোন ভোটের আগে অনুব্রত মণ্ডল দলীয় কর্মী সভা করতেন। সেখানেই চলত সংশ্লিষ্ট বুথ কিম্বা অঞ্চল স্তরের নেতাদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্ব। প্রত্যেক বুথের সাংগঠনিক পরিস্থিতির খোঁজ নিতেন অনুব্রত। এবার সেই ভূমিকায় শতাব্দী।
আরও পড়ুন: হলুদ ট্যাক্সিতে যুবক-যুবতী! চলছিল এই কাজ! ব্যান্ডেলে পৌঁছতেই যা ঘটল
advertisement
ওইদিনের সভায় তিনি চরিচা এলাকার নেতাদের একে একে জিজ্ঞাসা করেন যে এলাকার পরিস্থিতি কি। গত বিধানসভা ও লোকসভা ভোটে ফলাফল কেমন হয়েছিল? এবার পঞ্চায়েত ভোটে কি হতে পারে? ঠিক যেমন অনুব্রত মণ্ডল প্রত্যেক ভোটের আগে করে থাকতেন। তা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের মধ্যে। অনেকে বলছেন, “কেষ্টদা না থাকলেও তাঁর স্টাইল এখনও রয়েছে।” উল্লেখ্য, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জেলাজুড়ে প্রচার শুরু করেছেন সাংসদ শতাব্দী রায়। তিনি জেলার প্রতিটি ব্লকে ব্লকে দিনভর প্রচার করছেন৷ শুক্রবার তিনি মহম্মদবাজার এলাকায় প্রচার করেন।
Subhadip Pal





